কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১৫ মে ২০২৪, ১৯:৩২
কুষ্টিয়ার কুমারখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ি লোকজনের বিরুদ্ধে। গৃহবধূর বাবার দাবি, হত্যার পর সিলিংফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ বিনা খাতুন (২৩) যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে এবং নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর জোলাপাড়ার আমিন হোসেনের স্ত্রী।
বিনা খাতুনের বাবা বিল্লাল হোসেন জানান, প্রায় দু’বছর মুফাজ্জেল হোসেনের ছেলে আমিন হোসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাংসারিক জীবনে নানা অশান্তির কারণে সাত মাসের ছেলে সন্তানসহ তার বাড়িতে ছিলেন বিনা।
গত ১০ তারিখে মেয়ে স্বামীর বাড়িতে যায় এবং ১৫ তারিখে পিটিয়ে হত্যা করে সিলিংফ্যানে ঝুলিয়ে রাখে বলে জানান তিনি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা