৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আসামির অভিযোগ : পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ চেষ্টার মামলা

গ্রেফতার আমিনুল মোল্লা - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের শরণখোলায় কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুফাতো ভাই আমিনুল মোল্লার (৩০) বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার সকালে ফুফু (কিশোরীর মা) নারী ও শিশু নির্যাতন আইনে ভাইপোর বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।

শনিবার রাত ৯টার দিকে ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

গ্রেফতারকৃত আমিনুল মোল্লা অভিযোগ করে বলেন, ফুফুর কাছে আমার চাষের জমি মেয়াদি দেয়া সংক্রান্ত তিন বছর আগের এক লাখ ১০ হাজার টাকা পাওনা রয়েছে। এই টাকা চাওয়া নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাত ৯টার দিকে রাজাপুর বাজারে বসে টাকার বিষয়ে জানতে চাইলে ফুফার সাথে আমার কথা কাটাকাটি হয়। এই ঘটনার পরই তারা টাকা না দেয়ার কৌশল হিসেবে মেয়েকে ভিকটিম বানিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তোলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মেয়েকে বাড়িতে একা রেখে তার মা পাশের রাজাপুর বাজারে একটি শালিস-বৈঠকে যান। এই সুযোগে আমিনুল ইসলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এরইমধ্যে বাদীর ছেলে বাড়িতে গিয়ে কড়া নাড়া দিলে আসামি দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কিশোরী তার ভাইকে ঘটনা জানায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইদুর রহমান জানান, কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলা দায়েরের পর আমিনুল মোল্লাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement