২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


খুলনা বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় ২১ জনের মৃত্যু -

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। দুই দিন পর মৃত্যুর সংখ্যা কম হলেও শনাক্তের হার উর্ধমুখী রয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯১৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, সাতক্ষীরায় দুজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৬০ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪২ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৩ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১ জন। পাঁচজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৫২ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের করোনা শনাক্ত। ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। মারা গেছেন তিনজন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। কুষ্টিয়ায় ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজন করোনায় ও একজন উপসর্গে। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতভাগ। একই সময়ে দুজনের মৃত্যু হয়েছে। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৭ জন।


আরো সংবাদ



premium cement