১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষা উপকরণ বিতরণ করলেন অধ্যাপক গোলাম পরওয়ার

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার সন্তানের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। - ছবি : নয়া দিগন্ত

মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার দলের খুলনা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশে বিরাজমান সকল সমস্যার সমাধান সকলে মিলে করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের দায়িত্ব। মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে আমাদের শপথ হবে বিভেদ নয় ঐক্যের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘জুলুম-নির্যাতনের শিকার হওয়া সত্বেও জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রতিবাদ মুখর থেকেছে। আগামী দিনেও সবাইকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী দেশ গড়ার প্রত্যয়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, সামাজিক ও নৈতিক মূল্যবোধ আজ অবহেলিত। সংস্কৃতির নামে বিদেশি অপসংস্কৃতিকে জোরপূর্বক জাতির ঘাড়ে চাপানো হচ্ছে। বিদেশি চলচ্চিত্র, শর্টফিল্ম, ওয়েব সিরিজ আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিচ্ছে। যার বাস্তব প্রমাণ মাদকাসক্তি, খুন, গুম ও ধর্ষণসহ নির্বিচারে পিটিয়ে মানুষ হত্যা।’

তিনি সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সকলকে হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান, খুলনা উত্তর জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহ্ফুজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি মোশাররফ হোসেন আনসারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement
হঠাৎ বেসামাল বাংলাদেশ, গুটিয়ে গেল অল্পতেই মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করলে দেশের সেবায় নিয়োজিত হব : ড. খন্দকার মোশাররফ এবার খুব ভালো ভোট পড়েছে তা বলব না : ওবায়দুল কাদের রশিতে কুবি ভিসির কুশপুত্তলিকা ঝুলালো শিক্ষক সমিতি! দেশে আরেকটি ডামি নির্বাচন হচ্ছে : রিজভী ‘আমার আর থাহার কোন জাগা নাইরে বাজান!’ তামিমের দ্বিতীয় ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সকল