২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চৌগাছায় অর্ধশত দুস্থ পরিবারকে খুঁজে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও

-

যশোরের চৌগাছা পৌরশহর এলাকায় ঘুরে অর্ধশত কর্মবিমুখ গরীব-দুস্থ পরিবারকে খুঁজে চাল, ডাল, আলু ও সাবান দিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তিনি ভ্যান-রিক্সাচালক ও নিম্ন আয়ের ব্যবসায়ীদের হাতে এ অনুদান তুলে দেন।

সুবিধাভোগীরা জানান, তিনি সরকারি পিকআপ যোগে এসে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, হাফ কেজি মসুর ডাল ও একটি করে লাইফবয় সাবান প্রদান করেন। এ সময় তিনি তাদেরকে বুঝিয়ে বলেন, আগামী কয়েক দিন বাড়িতেই থাকবেন। পরিবার-পরিজন নিয়ে দিন-আনা দিন-খাওয়া এসব ব্যক্তি পেটের জ্বালায় জীবন বাজি রেখে দু পয়সা রোজগারের আশায় একপ্রকার বাধ্য হয়েই বাড়ির বাইরে যাচ্ছেন। কিন্তু শহর ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের কোনো উপার্জন নেই। হঠাৎ করেই ইউএনওর কাছ থেকে এভাবে চাল, ডাল অনুদান পেয়ে তারা খুবই খুশি হয়েছেন।

এ সময় শ্রমজীবীরা বলেন, আগামী কয়েক দিন সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই থাকবেন।
চাল-ডাল পাওয়া ভ্যানচালক মিন্টু বলেন, পরিবার-পরিজন নিয়ে দারুণ কষ্টে দিন যাচ্ছিল। ইউএনও সাহেব খাবার গুলো দেয়ায় দু-বেলা দুমুঠো ভাতের ব্যবস্থা হয়েছে। তাই জীবনের ঝুঁকিনিয়ে কয়েক দিন বাজারে বের হওয়া লাগবে না। তিনি বলেন, ভাই এগুলো পেয়ে অনেক উপকার হয়েছে। কয়েক দিন ভ্যানে তো ভাড়াই হচ্ছে না। যা দিয়েছেন তা কদিন খেয়ে বাঁচতে পারবো।

শহরের স্বর্ণপট্টি মোড় ভ্যানে শসা বিক্রেতা শহরের বিশ্বাস পাড়ার আব্দুল আলীমও পেয়েছেন এ অনুদানের প্যাকেট। আলীম বলেন ইউএনও সাহেব গাড়িতে করে এসে এটা আমাকে দিয়েছেন। আর বলেছেন যে শসাগুলো আছে ওগুলো বেচে বাড়িতে চলে যাবেন। আগামী সাতটা দিন বাড়িতেই থাকবেন। এগুলো দিয়ে এ কয়েক দিন একটু কষ্ট করে চলবেন।

তিনি বলেন, আমরা দিন-আনা দিন খাওয়া মানুষ পেটের দায়েই বাজারে আসি। পেটের ব্যবস্থা হয়েছে এ জন্য কয়েক দিন বাড়িতেই থাকবো। ফুটপথে ফল বিক্রি করেন তার পিতা আব্দুল আজিজ। তাকেও এ অনুদান দেয়া হয়েছে। তিনি অনুদান পেয়েই দোকান গুছিয়ে বাড়িতে চলে গেছেন। শহরের পোষ্টঅফিস মোড়ে কাঠালপাতা বিক্রেতা বৃদ্ধ বলেন বাবা পেটের দায়েই তো এই বিপদের মধ্যেও বাজারে এসেছি। পেটের ব্যবস্থা হওয়ায় কটা দিন বাড়িতেই থাকবো।

এভাবে শহরের অর্ধশত গরিব পরিবারকে তিনি এ খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আজ কিছু ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের খাবার দেয়া হয়েছে। অন্যদেরও তালিকা করা হয়েছে। আমি নিজে সরকারি অনুদান খাদ্য বিতরণ কাজ মনিটরিং করছি। কর্মহীন হয়ে পড়া এসব দিনমজুরের সবাইকেই খাদ্য দেয়া হবে ইনশাআল্লাহ। আমাদের খাদ্যদ্রব্যের কোনো সঙ্কট নেই।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল