২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি, নৌবাহিনীর অভিযান অব্যাহত

-

দু’দিনেও মেলেনি বঙ্গোপসাগরে মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধান। উদ্ধার হওয়া ৯ জেলেকে নৌবাহিনী মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করেছে । নিখোঁজ জেলে উদ্ধারে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে ।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছধরারত ফিশিং ট্রলার এফবি স্বাধীন-৩ কে মংলাগামী একটি মালবাহী জাহাজ ধাক্কা দেয়। জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার টি ১২ জেলেসহ সাগরে ডুবে যায়। ট্রলার ডুবে যাওয়ার সংকেত পেয়ে সাগরে কাছাকাছি থাকা বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তুরাগ তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে নয় জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। জেলেরা হচ্ছে, মোঃ আবু হানিফ (৪০), আবুল কালাম (৪২), জাকির হোসেন (৪০), সুজন (২৮), রুবেল (২৮), মুছা (২২), জাকারিয়া (১৬), কবীর (৪২), ও মনির (২০)। নিখোঁজ ৩ জেলে হচ্ছে বাবুল (৫০), আঃ খালেক (৫৫), ও দিপু (৩০) । এদের বাড়ী বরগুনার পাথরঘাটার কাঠালতলী এলাকায় এবং ট্রলার মালিক মোস্তফা বলে জানা গেছে।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মেঘনা উদ্ধারকৃত ৯ জেলেকে মঙ্গলবার দুপুরে মোংলা নৌঘাটিতে নিয়ে আসে। জাহাজের অধিনায়ক কমান্ডার ফয়জুল ইসলাম জেলেদের পরিবারের কাছে উদ্ধারকৃত জেলেদের হস্তান্তর করেন। ফিসিং ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধানে নৌবাহিনীর ৩ টি জাহাজ সাগরে অভিযান চালাচ্ছে বলে নৌবাহিনী সূত্র জানিয়েছে।


আরো সংবাদ



premium cement