০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


যশোরের শিক্ষার্থীরাও রাজপথে

-

সড়কে ‘খুনের’ প্রতিবাদে এবার রাস্তায় নামলো যশোরের শিক্ষার্থীরা। সরকার বৃহস্পতিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় সকালে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেই প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেয়। হাতে ছিল দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসে। তারা শহরের দড়াটানা, প্রেসক্লাব, চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে বিচ্ছিন্নভাবে অভিন্ন দাবিতে মিছিল করে।

যশোর এমএম কলেজ, সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বিসিএমসি, শাহীন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোাগানে স্লোগানে শহর প্রকম্পিত কওে তোলে। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। তারা ঢাকায় বাসচাপায় শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি জানায়।

এরপর প্রায় পৌনে এক ঘণ্টার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। কর্মসূচি চলাকালে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অবস্থান করছিল। তবে, পুলিশ অ্যাকশনে যায়নি। এসময় পুলিশ ও শিক্ষার্থীদের যৌথভাবে যানজট নিরসনে ভূমিকা পালন করতে দেখা যায়।

গাড়িচাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজধানীর রাজপথ গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের দখলে রয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। আজই প্রথম তারা বিক্ষিপ্তভাবে রাস্তায় নেমে এলো।


আরো সংবাদ



premium cement
জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার

সকল