১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


মহেশপুর শহরে দিনে দুপুরে নারীর টাকা ছিনতাই

-

ঝিনাইদহের মহেশপুর সোনালী ব্যাংক থেকে এক প্রবাসীর স্ত্রী দেড় লক্ষ টাকা তুলে বাড়ীর ফেরার সময় শহরের ট্রাফিক মোড় থেকে টাকা ছিনতাই হয়েছে।
সোনালী ব্যাংক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার জাগুসা শেখের গাড়ী গ্রামের প্রবাসী মকবিল হোসেনের স্ত্রী শাহানারা খাতুন (৩৫) বৃহস্পতিবার দুপুরে মহেশপুর সোনালী ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা তুলে বাড়ী যাওয়ার জন্য শহরের ট্রাফিক মোড়ে পৌছালে দুইজন যুবক বলে আপনার শাড়ীতে ময়লা লেগে আছে। এ সময় শাহানারা টাকার ব্যাগ টি পাশে রেখে টিপকল থেকে পানি দিয়ে শাড়ী ধোয়ার সময় ওই যুবকরা টাকার ব্যাগ টি নিয়ে পালিয়ে যায়। পরে মহিলা ছিনতাই কারী বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে শাহানারা জানান তাদের দেখলে চিনতে পারবেন।
মহেশপুর থানার ডিউটি অফিসার এএস আই রাজু জানান, টাকা ছিনতাই এর ব্যাপারে থানায় এসেছিলেন ওই মহিলা। এ ব্যাপারে মামলা হবে বলে তিনি জানান। এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি বলে ভুক্ত ভোগী শাহানারা খাতুন জানিয়েছে ।


আরো সংবাদ



premium cement