২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আল কুরআনের বাণী

-

ভূমণ্ডলের সব কিছুর মালিক আল্লাহ
আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাজিল করেছিÑ যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেনÑ পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। তিনি আল্লাহ; যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছুর মালিক। কাফেরদের জন্য বিপদ রয়েছে, কঠোর আজাব; যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে। আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। (সূরা ইবরাহিম : আয়াত ১-৪)


আরো সংবাদ



premium cement