০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ভারতে করোনায় নতুন মৃত্যু ৩ হাজার ৬৮৯ জন, আক্রান্ত প্রায় ৪ লাখ

সংগৃহীত -

ভারতে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৯২ হাজার ৪৮৮ জন। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৫ লাখ ৫৭ হাজার।

দেশটিতে নতুন করে তিন হাজার ৬৮৯ জন করোনা রোগীর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৫ হাজার ৫৪২ জনে।

বর্তমানে দেশটিতে করোনা রোগী আছে ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছে এক কোটি ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জন মানুষ।

করোনার সর্বোচ্চ প্রকোপের ফলে দেশটির কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছে। রাজধানী দিল্লিতে আগামীকাল (সোমবার) পর্যন্ত এ লকডাউন চলবে।

ভারতের রাজধানী দিল্লিই দেশটির সবচেয়ে করোনা ঝুঁকিপূর্ণ ও আক্রান্ত এলাকা।

দিল্লির স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত ১৬ হাজার ৫৫৯ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

দেশটিতে গতকাল (শনিবার) থেকে ১৮ বছরের ওপরের সকলের জন্য তৃতীয় ধাপে গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৫ কোটি ৬০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

ভারতে বর্তমানে সেরাম ইনস্টিটিউট ও বায়োটেক ইন্টারন্যাশনাল এর তৈরি দুই ধরনের টিকা ব্যবহার হচ্ছে। তবে দেশটি শনিবার রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি ভ্যাক্সিনের প্রথম চালান সংগ্রহ করেছে।

সূত্র : সিনহুয়া ও ইউএনবি


আরো সংবাদ



premium cement