০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


উচ্চ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে জাতিসঙ্ঘের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না : আইইএ

- ছবি - ইন্টারনেট

এখনো ‘অনেক উচ্চ মাত্রায়’ জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রয়েছে- উল্লেখ করে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) মঙ্গলবার সতর্ক করে বলেছে, বৈশ্বিক উষ্ণতাকে প্রাক-শিল্প স্তরের উপরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হলে কার্বন নিঃসরণ হ্রাসে প্রতিশ্রুত জ্বালানি নীতিগুলোকে অবশ্যই মেনে চলতে হবে।

সংস্থাটি বলেছে, ‘এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে গড় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বা ২.৭ ডিগ্রি ফারেনহাইটে সীমিত রাখার প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণের তুলনায় এই জ্বালানির চাহিদা ও ব্যবহার এখনো অনেক বেশি।’

আইইএ তার বার্ষিক প্রতিবেদনে বলেছে, ‘এক বছরের রেকর্ড-ব্রেকিং তাপমাত্রার জলবায়ু প্রভাবকে শুধুমাত্র আরো খারাপই করে না, অধিকন্তুএকটি শীতল বিশ্বের জন্য তৈরি করা জ্বালানি ব্যবস্থার নিরাপত্তাকেও ক্ষুন্ন করে। ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সাথে সামঞ্জস্যপূর্ণ কার্বন নির্গমন অবস্থায় ফেরা সম্ভব, তবে ‘এটি খুবই কঠিন।’

বিশ্বব্যাপী নীতিগত পরিবর্তন না হলে, এই শতাব্দীতে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা প্রায় ২.৪ সেলসিয়াস বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।


আরো সংবাদ



premium cement