০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


অর্থনীতিতে নোবেল পেলেন ক্লদিয়া গোল্ডিন

ক্লদিয়া গোল্ডিন - ছবি : সংগৃহীত

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কিন অর্থনীতিবিদ ক্লদিয়া গোল্ডিন।

সোমবার বাংলাদেশ সময় পৌনে ৪টার দিকে এ পুরস্কার ঘোষণা করা হয়।

শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ নিয়ে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেলেন গোল্ডিন।

লিঙ্গ অর্থনীতি নিয়ে কাজ করা গোল্ডিন গবেষণা করেছেন, কেন আজও বেতনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ব্যবধান বিদ্যমান রয়েছে তা নিয়ে।

তিনি দেখিয়েছেন, শ্রমবাজারে যেসব বিষয় নারীর সুযোগ-সুবিধাকে প্রভাবিত করে এবং তাদের কাজের চাহিদা কতখানি।

এ বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হয়েছে নোবেল বিজয়ীদের নাম। গত ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে, ৩ অক্টোবর পদার্থে, ৪ অক্টোবর রসায়নে, ৫ অক্টোবর সাহিত্যে এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। দু’দিন বিরতি দিয়ে আজ ঘোষণা করা হলো অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।


আরো সংবাদ



premium cement