২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনা আক্রান্ত ১ লাখ ১৩ হাজার, মৃত সহস্রাধিক

- ছবি : ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত কমেছে। মারা গেছে এক হাজার ১২ জন মানুষ। আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৬৬০ জন।

গতকাল শুক্রবার মারা গিয়েছিল এক হাজার ৯৮ জন মানুষ। আক্রান্ত হয়েছিল এক লাখ ৫৮ হাজার ১০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৫৫ জন। মারা গেছে ৬৮ লাখ ৭০ হাজার ৭০৪ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৬ কোটি এক লাখ ৪৮ হাজার ৭৪২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৮৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৬২ হাজার ৪২০ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ২৮৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৬৪২ জন মানুষের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে চার কোটি ১২ হাজার ৭৮৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৮১১ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৪ লাখ ১১ হাজার ৬২ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজার ৩৭৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ৯৭১ জন। মৃত্যু হয়েছে সাত লাখ এক হাজার ৮৩৩ জনের।


আরো সংবাদ



premium cement