০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

- ছবি - ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত বেড়েছে। মারা গেছে ২১০ জন। আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ২৪ জন।

গতকাল রোববার করোনায় মারা গিয়েছিল ১৫৫ জন মানুষ। আক্রান্ত হয়েছিল ৩৩ হাজার ৭৩৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টায় বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৬ লাখ ৭৯ হাজার ৮৯৩ জন। মারা গিয়েছিল ৬৮ লাখ ৪২ হাজার ৫৭০ জন মানুষ। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৬৪৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ১০ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৯২১ জন। মোট মৃত্যু হয়েছে ১১ লাখ ৫৮ হাজার ১৬০ জনের।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৮ লাখ ২৭ হাজার ২২৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ১৪১ জন মানুষের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৯ লাখ দুই হাজার আটজন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ২৪ জনের।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৮৩ লাখ ৮২ হাজার ৩৮৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৭১ হাজার ৯৯২ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯২ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৮১১ জনের।


আরো সংবাদ



premium cement
শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর গাজায় অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয় চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাফাতে ইসরাইলের অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ : জাতিসঙ্ঘ এ সরকারের অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী মে দিবস উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রফতানি বন্ধ টর্পেডো কী কাজে ব্যবহার হয় খাগড়াছড়িতে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই প্রস্তুত মঞ্চ, নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না : ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আরো বিমানবন্দর বন্ধ ঘোষণা

সকল