২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আর্জেন্টিনায় ধর্ষণের অভিযোগে ৪ ফুটবলার আটক

- সংগৃহীত

গত মার্চে হোটেলের রুমে আর্জেন্টিনার চার ফুটবলার এক নারী সাংবাদিককে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এক ফুটবলার অভিযোগ অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার। সোমবার তাদের চারজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

অভিযুক্ত চার ফুটবলার হলেন উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা (৩৭), প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন (২৭), আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে (২৭) এবং আর্জেন্টিনার স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো (২১)।

পুলিশ জানিয়েছে, আপাতত তাদের ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। এরপর তাদের আদালতে পেশ করা হবে। বিচারক সিদ্ধান্ত নেবেন যে তাদের গ্রেফতার করা হবে কিনা। পুরো ঘটনাটি নিয়ে সবপক্ষের সাথে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। পুলিশকে তিনি জানান, ২ মার্চ উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সাথে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূণ্য ওই ম্যাচ শেষে সেবাস্টিয়ান সোসা তাকে নিজের ঘরে ডাকেন। সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেখানে তারা সকলে মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভেলেজ ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ মার্চ তিনি লেখেন, ‘যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো উপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement