০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বিয়ারের বোতল সরিয়ে রাখলেন পগবা

বিয়ারের বোতল সরিয়ে রাখলেন পগবা - ছবি : সংগৃহীত

স্পন্সরশীপের কারণে ইউরো ফুটবলের প্রেস কনফারেন্স খেলোয়াড়দের সামনে থাকছে কোমল পানীয়, পানি এমনকি বিয়ারও। নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কোকাকোলার বোতল সরিয়ে পানি সামনে টেনেছিলেন সিআরসেভেন।

এবার সেই রকমই কাজ করলেন ফ্রান্সের পল পগবা। তার সামনে অবশ্য ছিল এবার বিয়ার। জার্মানির সাথে জেতার পর প্রেস কনফারেন্সে যাওয়া পগবা হেইনকেনের বিয়ার টেবিল থেকে এক পাশে সরিয়ে রাখেন। বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেইনেকেন এবার ইউরোর অন্যতম স্পনসর।

পগবা ইসলাম ধর্মে বিশ্বাসী। গত রোজায় ইউরোপা লিগে এএস রোমার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৬-২ গোলে জয়ের ম্যাচেও রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে তার সামনে ছিল দুটি কোকাকোলার বোতল, একটি পানির বোতল ও একটি হেইনেকেন বিয়ারের বোতল। পগবা বিয়ারের বোতলটি টেবিল থেকে সরিয়ে নিচে রেখে দেন। ধর্মীয় বিশ্বাসের সাংঘর্ষিক হওয়ায় পগবা সম্ভবত বিয়ারের বোতল সামনে রাখতে চাননি। পগবা অবশ্য সংবাদ সম্মেলন টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে নেয়া ব্যাপারে কিছু বলেননি।


আরো সংবাদ



premium cement