২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কোপার উৎসব শুরুর অপেক্ষা

কোপার উৎসব শুরুর অপেক্ষা - ছবি- সংগৃহীত

এক দেশে থেকে আরেক দেশ। কে হবে আয়োজক, বিষয়টি যখন কোর্টে চলে গেল, তখন শঙ্কায় পড়ে গিয়েছিল সব। মনে হচ্ছিল শেষ হয়ে যেতে বসেছে কোপা আমেরিকা ফুটবল। তবে না। সব শঙ্কা পেছনে ফেলে রোববার রাত থেকে শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা-২০২০। বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেসি-নেইমার-সুয়ারেজদের লড়াইয়ের।

ইউরো ঘিরে গোটা ইউরোপে যেমন উৎসবের আবহ, কোপা নিয়ে এবার সেই উন্মাদনা নেই দক্ষিণ আমেরিকায়। উল্টো মহামারীর মধ্যে এই ফুটবল যজ্ঞের আয়োজন জনমনে প্রবল অসন্তোষ তৈরি করেছে। আয়োজক দেশ ব্রাজিলের ফুটবলাররাই শুরুতে কোপা বয়কটের হুমকি দিয়েছিলেন। কোপার ভাগ্য গড়িয়েছিল আদালতে। শেষ পর্যন্ত দূর হয়েছে সব বাধা।

২০১৯ সালে কোপার সবশেষ আসরও বসেছিল ব্রাজিলে। তখন নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। নেইমার আগুনে ফর্মে থাকায় এবারও শিরোপার বড় দাবিদার ভাবা হচ্ছে তিতের ব্রাজিলকে।

বি গ্রুপে ব্রাজিলের চার প্রতিপক্ষ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও পেরু। এ গ্রুপে আরেক ফেভারিট আর্জেন্টিনার সাথে রয়েছে বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

দুই গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। খেলা হবে ব্রাজিলের চার শহরের পাঁচ ভেন্যুতে।

১০ জুলাই মারাকানায় ফাইনাল। সোমবার রাত ৩টায় চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোপায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা কাটানোর অভিযান। বার্সেলোনার জার্সিতে ইতিহাস রাঙানো সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির জাতীয় দলের হয়ে অর্জন এখনো শূন্য। তিনবার কোপার ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। এবারের কোপাই হয়তো মেসির শেষ মিশন।

কোপা আমেরিকা ফুটবল সর্বোচ্চ শিরোপা উরুগুয়ের, ১৫ বার। সেখানে ১৪ বার জিতে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সমানবার রানার্সআপও হয়েছে দলটি। এতবার রানার্স আপ হওয়ার রেকর্ড নেই আর কোনো দলের।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল কোপায় জিতেছে মোট নয় বার। দলটি রানার্স আপ হয়েছে ১১ বার। এ ছাড়া প্যারাগুয়ে, চিলি ও পেরু দু’বার করে, কলম্বিয়া ও বলিভিয়া জিতেছে একবার করে।

কোপা আমেরিকার গ্রুপ পর্বের সব ম্যাচগুলো বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে রাত ৩টা ও সকাল ৬টায়। নক আউট পর্বে ৩ ও ৬টা বাদেও কিছু ম্যাচ হবে ভোর ৪টা, ৫টি ও সকাল ৭টায়। ১১ জুলাই মারাকানায় ফাইনাল ম্যাচ শুরু হবে সকাল ৬টায়।

গ্রুপ-এ : আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে
গ্রুপ-বি : ব্রাজিল, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, পেরু


আরো সংবাদ



premium cement