২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বড় বাধা পেরিয়ে শেখ জামালের শুরু

বড় বাধা পেরিয়ে শেখ জামালের শুরু - সংগৃহীত

অসমাপ্ত ২০১৯-২০ লিগের শীর্ষ দল তারা। ঢাকা আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকার যৌথভাবে শীর্ষে ছিল। সে আত্মবিশ্বাসই এবারের লিগে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এ যাত্রায় বিগ ম্যাচ জিতেই তাদের শুরু। শিরোপার দাবীদার অপর দল ফেডারেশন কাপের সেমিফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েই নতুন করে পথ চলা তাদের। ম্যাচটি একই সাথে ছিল দেশের দুই সেরা কোচের লড়াই। শেষ পর্যন্ত মারুফুল হককে টপকে বিজয়ের হাসি শফিকুল ইসলাম মানিকের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাপটের সাথে খেলেই জয় তুলে নেয় লিগের তিন বারের চ্যাম্পিয়নরা। ২০ মিনিটে লিড পায়নি উজবেকিস্তানের ওতাবেকের ফ্রি-কিকে নুরুল আবসারের হেড গোলরক্ষক নাঈমের হাতের ছোঁয়া নিয়ে ক্রস বারে প্রতিহত হওয়ায়। ১৪ মিনিটে গাম্বিয়ান সলোমন কিংয়ের শট ঠেকান তিনি। ৩৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্রাজিলিয়ান নিক্সনের শট বাম দিকে শরীর ফেলে কর্ণার করেন গোলরক্ষক জিয়া। ৩৯ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। ওতাবেকের ফ্রি-কিক বোকা বানায় বিপক্ষ কিপারকে। ৫০ মিনিটে শেখ জামালের ব্যবধান দ্বিগুণ করা গোল বন্দরনগরীর ডিফেন্ডারদের ভুলে। রাইট ব্যাক মনির হোসেনের ক্রসে স্ট্রাইকার আবসার যখন লাফিয়ে হেড নেন তখন তাকে বাধা দেয়ার কেউ ছিল না।
৬২ মিনিটে স্কোর ৩-০ হয়নি নাঈমের দৃঢ়তায়। ওতাবেক ও আবসারের পরপর দুটি শট ঠেকান তিনি। ৮৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী ব্যবধান কমায় নিক্সনের পেনাল্টি থেকে। মনিরের হ্যান্ডবলে এই পেনাল্টি দেন রেফারী মিজানুর রহমান।

শেখ জামাল কোচ মানিকের মতে, দল পরিকল্পনা মাফিক খেলায় ম্যাচে আধিপত্য ছিল। জয়ও সেই সূত্র ধরে। যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফের জবাব, পুরো দলই খারাপ খেলেছে। তবে এখানেই শেষ নয়। একটি ম্যাচ হেরেছি মাত্র। লিগ রেসে থাকার জন্য সামনে অনেক খেলা বাকি।

সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল তিনটায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। সন্ধ্যা ৬ টায় ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে।


আরো সংবাদ



premium cement
মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা দেবীগঞ্জে হিট স্ট্রোকে প্রাইভেটকার চালকের মৃত্যু

সকল