২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


করোনা টেস্ট শুরু বসুন্ধরার ফুটবলারদের

করোনা টেস্ট শুরু বসুন্ধরার ফুটবলারদের - সংগৃহীত

এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা শুরু ২৩ অক্টোবর। এ জন্য তাদের ১৯ তারিখে মালদ্বীপ যাওয়ার কথা থাকলেও করোনা টেস্ট জনিত ঝামেলা এড়াতে আরো আগেই দ্বীপ রাষ্ট্রটিতে যাবে তারা। যাতে সেখানে গিয়ে কোনো ফুটবলারের করোনা ধরা পড়লে তাকে আইসোলেশনে রেখে সুস্থ করে তোলার সময় পাওয়া যায়।

এদিকে ক্লাব কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই তাদের ফুটবলারদের করোনা টেস্ট করানো শুরু করেছে। প্রথম দফায় গোলরক্ষক মিতুল হাসান এবং ইনজুরি থেকে ফেরা মতিন মিয়া, মাশুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদকে করোনা টেস্ট করানো হয়। এতে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। গ্রæপে গ্রæপে ফুটবলারদের করোনা টেস্টে করা হচ্ছে। আজ আরো ছয় ফুটবলারের টেস্ট।

ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনায় ছিল ইনজুরিতে পড়া ফুটবলাররা ফিট না হলে তাদের বিকল্প দেশী খেলোয়াড় নেয়া। তা আর হচ্ছে না। কারন মতিনরা ফিট। এএফসি কাপে চার বিদেশী খেলতে পারবেন। হারনান বার্কোস এবং রবিনহো খেলতে আসছেন আগামী মাসের প্রথম সপ্তাহে। বাকী দুই জনকে এখনও চ’ড়ান্ত করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement