০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অল্পের জন্য বেঁচে গেল রিয়াল

- ছবি : এএফপি

অল্পের জন্য হার থেকে বেঁচে গেল রিয়াল মাদ্রিদ। রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে হটিয়ে শীর্ষস্থানটি পোক্ত করার মিশনে মাঠে নামে রিয়াল। কিন্তু জয়তো দূরের কথা উল্টো হার থেকে কোনরকম রক্ষা পেল। ১-১ গোলে ড্র করে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে বার্সার নিচে থেকেই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল কর্নার থেকে গোল আদায় করে নেয় ইনজুরি সময়ে। অবশ্য তখন গোল পেতে মরিয়া ছিল পুরো দল। গোলবার ছেড়ে প্রতিপক্ষের ডি বক্সে চলে এসেছিলেন রিয়াল গোলকিপার থিবা কর্তোয়াও। এই গোলটি আদায় করে নেয়ার পেছনে ভূমিকা আসলে তার।

টনি ক্রুসের কর্নার থেকে পাওয়া বলে তখন মাথায় বলটি ছুঁয়েছিলেন কোর্তোয়া। আরেকটু হলে গোলটিও হয়ে যেত। আতঙ্কিত ভ্যালেন্সিয়া গোলকিপার বলটি ঠেকিয়ে দিলেও তা লুফে নিতে পারেননি। সুযোগে ফিরতি বলটি আবার জালে জড়িয়ে দেন বেনজিমা। তাতে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। তখনকার মুহূর্ত নিয়ে তার কথা, ‘টনি ক্রুস কর্নার পাঠায় কাছের জালে। তখন দেখছিলাম বলটি আমার উচ্চতা বরবার আসছে। দেখে বলটিতে সংযোগ রাখার চেষ্টা করেছিলাম। তারপরেই বলটি বেনজিমার কাছে চলে আসে।’

ড্রয়ের পর এখন ক্লাসিকোতে দুইয়ে থেকে বার্সার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও পয়েন্ট সমান ৩৫। এই ম্যাচ যেই জিতবে লা লিগায় এগিয়ে যাবে তারা। কোর্তোয়া অবশ্য ম্যাচটির চ্যালেঞ্জ সম্পর্কে জানেন ভালো করে, ‘বার্সেলোনা ভালো ফর্মে আছে। বরুশিয়া, ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ভালোও করেছে। আমরা আশা করছি নিজেদের শক্তমত্তা দেখাতে পারবো।’


আরো সংবাদ



premium cement