০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


মোহামেডানকে টিকিয়ে রাখলেন কিংসলে

-

আগের ম্যাচে হার দুই দলেরই। ফলে ওয়ালটন ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে শনিবার জয়ের বিকল্প ছিল না মোহামেডান ও নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের। অবশ্য জয়ের জন্য যে গোল করা দরকার তা করতে পারেননি নোফেলের গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। যে কাজটি সফলভাবে সমাধা করেন সাদা কালো শিবিরের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকৌসা কিংসলে। তার জোড়া গোলেই মোহামেডান ২-০ ব্যবধানে নোফেলকে হারিয়ে টিকে থাকল শেষ আটে যাওয়ার রেসে। অন্য দিকে এই নিয়ে টানা দুই হার নোফেলের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা ম্যাচ উপহার দিয়েছে দুই দলই। ১০ ও ২৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরা দুটি সহজ মিস করায় এগিয়ে যেতে পারেনি নোফেল। মিসে যাত্রা শুরু মোহামেডানেরও। ২২, ২৭ ৪৯ মিনিটে গোল করতে ব্যর্থ হন কিংসলেও। ৫৮ মিনিটে পাশবন বিপক্ষ কিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। বল মারেন তার গায়ে। এই অবস্থায় ৬৯ মিনিটে ম্যাচের প্রথম গোল। নোফেলের ডিফেন্ডার হেডে বল ঠিক মতো ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল গিয়ে পড়ে গাম্বিয়ান ল্যার্ন্ডিংয়ের পায়ে। এই মিডফিল্ডার বাম পায়ের সাইড ভলিতে বল বাড়িয়ে দেন কিংসলেকে। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের প্লেসিং শটে মোহামেডানকে এগিয়ে নেন কিংসলে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন। ডিফেন্স থেকে আসা লব থেকে বল পেয়ে আগুয়ান নোফেলের গোলরক্ষক কাদেরের মাথার উপর দিয়ে গেডে বল জালে পাঠান কিংসলে।

বাকী সময়ে নোফেল চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি। মোহামেডানের পরের ম্যাচ ৬ নভেম্বর শেখ জামালের সাথে। একই দিন বসুন্ধরা কিংস এর প্রতিপক্ষ নোফেল।

রোববারের খেলা

ফেডারেশন কাপ

আরামবাগ- চট্টগ্রাম আবাহনী
বিকেল ৫ টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম


আরো সংবাদ



premium cement
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭

সকল