০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


'সুস্থ আছি'

রোনালন্ডো - সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার স্পেনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনাল্ডো। ছুটি কাটাতে স্প্যানিশ দ্বীপ ইবজায় ছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। তবে এখন সুস্থ আছেন ৪১ বছর বয়সী এই সাবেক ফুটবলার। নিজেই টুইটারে সে কথা জানিয়েছেন।

রোনাল্ডো জানান, 'সবকিছু ঠিক আছে। আমি সুস্থ আছি।'

হাসপাতালে থেকে দ্রুত বাড়ি ফেরারও আশা প্রকাশ করেন তিনি।

তিনবার ফিফা বর্ষসেরা তারকার পুরস্কার পাওয়া রোনাল্ডো ২০১১ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। তবে তিনি নিয়মিত ইবজায় যাতায়াত করেন। কারণ সেখান তার নিজের একটি বাড়ি রয়েছে। মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে সুযোগ পাওয়া রোনাল্ডো ৯৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৬২টি। ২০০২ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ব্রাজিলের দুটি গোলই করেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement