৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উরুগুয়েকে ঠেকিয়ে দিচ্ছে সালাহবিহীন মিসর

উরুগুয়েকে ঠেকিয়ে দিচ্ছে সালাহবিহীন মিসর - সংগৃহীত

মোহাম্মদ সালাহবিহীন মিসর সমান তালে খেলে যাচ্ছে লুইস সুয়ারেজদের উরুগুয়েকে। শুক্রবার দু'দলের ম্যাচটি প্রথমার্ধ ছিল গোলশূন্য। রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে।

দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ নেই। চোটের কারণে প্রথম একাদশের বাইরে তিনি। তিনি সুস্থ হয়ে ওঠলেও আসরের এই পর্যায়ে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি মিসর। তবে তার সতীর্থরা বিষয়টি পুষিয়ে দিয়েছৈন। তারা মোটেও বুঝতে দেননি। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মিসর দল সমানতালেই লড়েছে। তাদের অদম্য মনোবলের কারণেই প্রথামার্ধ ছিল গোলশূন্য সমতায়।

তবে ম্যাচের ২৩ মিনিটে উরুগুয়ে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে। দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ একেবারে পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি। বল বাইরে মারেন তিনি। দু’একটি সুযোগ পেয়েছিল মিসরও। কিন্তু কাজে লাগাতে পারেনি।

সর্বশেষ ১৯৯০ সালে বিশ্বকাপ খেলেছিল মিসর। এরপর টানা ছয়টি বিশ্বকাপে দেখা মেলেনি তাদের। দেশটি যে বিশ্বকাপ খেলে তা যেন ভুলেই যায় পুরো একটি প্রজন্ম! ২৮ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে তারা।

মিসর একাদশ : আহমেদ ফাতহি, আলী গাবর, মোহামেদ এল-শেনাউবি, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, আবদুল্লাহ সাইদ, ত্রেজেগে, মারওয়ান মোহসেন।

আরো পড়ুন :
এমন দিন সালাহর জীবনে আর এসেছে?

মোহাম্মদ সালাহর জীবনে আজকের দিনটির মতো দিন কি আগে আর এসেছে? আজ যে অনেক আনন্দের উপলক্ষ নিয়ে তার জন্য হাজির হয়েছে দিনটি। ঈদ, জন্মদিন, বিশ্বকাপ অভিষেক-এই তিনটি বড় উপলক্ষ আজ একদিনেই হাজির হয়েছে সালাহর জন্য।

মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ আজ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন কিনা সেটি নিয়ে উদ্বেগ রয়েছে ভক্তদের মাঝে। তবে মিসরের কোচ জানিয়েছেন, সালাহ শতভাগ ফিট হয়ে মাঠে নামতে যাচ্ছেন আজ। আর সেটি হলে নিজের ২৬তম জন্মদিনেই হবে তার বিশ্বকাপ অভিষেক।

১৫ জুন সালাহর জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন মিসরের এক মফস্বল শহরে। সেই সালাহ আজ বিশ্ব ফুটবলের মহাতারকা। এরই মধ্যে আবার চলছে ঈদের আনন্দ। এমন আনন্দের দিনেই সালাহর অভিষেক হচ্ছে স্বপ্নের বিশ্বকাপে। যে কোন ফুটবলারের জন্য বিশ্বকাপ খেলা সবচেয়ে বড় আনন্দ।

তাই এবারের জন্মদিনটা সালাহর জীবনের ব্যতিক্রমী একদিন। জন্মদিনে সাধারণত সবাই উপহার পান বন্ধু, প্রিয়জনদের কাছ থেকে। কিন্তু এবারের জন্মদিনে পুরো মিসরবাসী উল্টো সালাহর কাছ থেকে পেতে চাইবে উপহার। আর সেই উপহার হতে পারে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয়। এই ম্যাচে জয় পেলে এর চেয়ে জন্মদিনের উপহার হয়তো সালাহর জন্যও আর কিছু হবে না। সালাহ কি পারবেন কোটি কোটি সমর্থক ও নিজেকে জন্মদিনের এই উপহার দিতে। জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা।


আরো সংবাদ



premium cement