২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে খুনিদের নাম বলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নিরাপত্তাকর্মী

-

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন নয়াবাজার এলাকায় চাঁদাবাজিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। গতকাল রোববার ভোর ৫টার দিকে বিশ্ব রোডের মুখ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোহাম্মদ আজাদ ওই এলাকার নাজিরবাড়ির লাডু ইব্রাহিমের ছেলে। তার দু’টি শিশু সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, মৃত্যুর আগে স্বজনদের কাছে খুনিদের নাম জানাতে সমত হয়েছেন নিহত আজাদ। নামগুলো হচ্ছে- আবুল হাসনাত রাজু প্রকাশ রাজু, ফয়সাল ও ওসমান। তারা সবাই কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ছোট ভাই আব্দুল মান্নান খোকনের অনুসারী হিসেবে পরিচিত।
জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আজাদ। এ সময় তার বাড়ির সামনে পথরোধ করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে তারা তাকে পেটে ছুরিকাঘাত করলে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে ঘাড়ে, হাতে ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজাদের চিৎকার শুনে তার স্বজনরা বাড়ি থেকে দৌড়ে আসেন। এ সময় দেখতে পান আজাদ রক্তাক্ত অবস্থায় মাটিয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে আজাদকে হাসপাতালে নেয়ার পথে মুমূর্ষু অবস্থায় আজাদ তার খুনিদের নাম জানিয়ে গেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার সকাল থেকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, আজাদের স্বজনরা তাকে জিজ্ঞেস করছেন কারা তাকে ছুরিকাঘাত করেছে। উত্তরে আজাদ জানিয়েছেন রাজু, ওসমান ও ফয়সাল তাকে ছুরিকাঘাত করেছে।
নিহত মোহাম্মদ আজাদের বড় ভাই মতিউর রহমান বলেন, আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে রাজু, ফয়সাল ও ওসমানসহ তাদের সাঙ্গপাঙ্গরা। আমরা ভাই হত্যার বিচার চাই। শুধুমাত্র চাঁদাবাজির প্রতিবাদ করায় তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বলেন, মৃত্যুর আগে ভিকটিম খুনিদের নাম বলে গেছেন। সে হিসেবে আমরা ধরে নিয়েছি এরাই খুনি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল