২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শনাক্ত বাড়ছে, মৃত্যু অপরিবর্তিত

-

দেশজুড়ে গত জুলাই মাসের বেশির ভাগ সময়ই ছিল কঠোর লকডাউন। কিন্তু এর সুফল এখনো দেখা যাচ্ছে না। মৃত্যুর সংখ্যাটা এখন দুই শ’র ওপরই থাকছে। আক্রান্তদের সংখ্যাও ১৪-১৫ হাজারের আশপাশে। সব মিলিয়ে পরিস্থিতিকে আশাব্যঞ্জক বলতে পারছে না কেউই। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২৩৫ জন। তাদের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন। এ ২৩৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মোট মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৮৯ জন। এ পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের গতকালের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, গতকাল মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯১-১০০ বছরের মধ্যে রয়েছে চারজন, ৮১-৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১-৩০ বছরের মধ্যে চারজন আর ১১-২০ বছরের মধ্যে রয়েছে একজন।
আর বিভাগওয়ারি বিশ্লেষণ অনুসারে গতকাল ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে ২৪ জন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিক্যালে ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনার ৩ জন, নরসিংদীর একজন ও দিনাজপুরের একজন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষায় আরো ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ।
বগুড়ায় সংক্রমণ কমলেও কমছে না মৃত্যু
বগুড়া অফিস জানায়, বগুড়ায় করোনায় আক্রান্ত সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু কমছে না। প্রতিদিন উত্তরের ১৬ জেলার মধ্যে মৃত্যু ও সংক্রমণের দিক থেকে প্রথম বা দ্বিতীয় স্থানে অবস্থান। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ৭ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। বগুড়া সিভিল সার্জন অফিসের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার এ সব তথ্য জানানো হয়। এ সময় আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সংক্রমণ কিছুটা কমেছে। একই সময়ে জেলায় আরো ৮১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
চট্টগ্রামে মৃত্যু ১০, আক্রান্ত ১২৭৩ জন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে করোনায় সংক্রমণ আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন এক হাজার ২৭৩ জন। সংক্রমণের হার ৩৬ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৯৪ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
রামেক হাসপাতালে ১৯ জনের প্রাণহানি
রাজশাহী ব্যুরো জানায়, করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। আর করোনা উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন। এছাড়া রাজশাহীর দুই ল্যাবে মোট ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা পজিটিভ হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৭৪ শতাংশ। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালে মৃত্যু ১৮, শনাক্ত ৭৪০
বরিশাল ব্যুরো জানায়, করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে এক দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন ছিলেন করোনা পজিটিভ ও ১১ জন উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৭৪০ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৪৯ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: বাসুদেবকুমার দাস এই তথ্য জানিয়েছেন।
খুলনায় মৃত্যু বেড়েছে শনাক্ত কমেছে
খুলনা ব্যুরো জানায়, জেলায় গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছিল। তবে জেলায় নতুন পজিটিভ শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। ৭৩৪টি নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয় ১৬৯ জন। খুলনার সিভিল সার্জন অফিস এসব তথ্য জানায়।
চুয়াডাঙ্গায় আরো ৭ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এক দিনে আরো সাতজনের মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১০৩ জনে। এদিকে গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ১৯৫টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.১৩ শতাংশ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: এ এস এম ফাতেহ্ আকরাম এসব তথ্য জানান।
গাইবান্ধায় ৫ জনের মৃত্যু
গাইবান্ধা সংবাদদাতা জানান, গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় রোববার করোনাভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ জন। শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ। এ নিয়ে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ জন। গাইবান্ধা জেলা হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা: মো: হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নোয়াখালীতে ২৯৩ জনের করোনা শনাক্ত
নোয়াখালী অফিস জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ। ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করার পর এ ফলাফল আসে। এ সময় ১ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা: মো: মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement
যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সকল