৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


করোনায় মৃত্যু ৪৯০০ ছাড়াল

-

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি হিসাবেই করোনায় মৃতের সংখ্যা চার হাজার ৯১৩ জনে পৌঁছাল। গত এক দিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৫৬৭ জন। এখন পর্যন্ত তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ এবং সাতজন নারী। এখন পর্যন্ত তিন হাজার ৮২৯ জন পুরুষ এবং এক হাজার ৮৪ জন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা গেছে, ষাটোর্ধ্ব বয়সী বেশি ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৪১-৫০ বছরের মধ্যে চারজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন এবং ১১-২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
অন্য দিকে বিভাগ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে একজন করে চারজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের সবাই হাসপাতালেই মারা গেছেন। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
বগুড়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে
বগুড়া অফিস জানায়, বগুড়ায় করোনা সংক্রমণ ধীরে ধীরে কমছে। সেই সাথে কমছে মৃত্যু সংখ্যাও। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৭ হাজার ৩৪৪ জন ও সুস্থ ৬ হাজার ৪১১ জন। গতকাল শনিবার নতুন সুস্থ হয়েছেন ৫১ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জন। জেলায় সরকারি হিসাবে করোনাভাইরাসে মোট চিকিৎসাধীন রয়েছে ৭৪৮ জন। গতকাল শনিবার দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়।
নীলফামারীতে করোনা রোগী এক হাজার ছাড়াল
নীলফামারী সংবাদদাতা জানান, জেলায় কোভিড-১৯ রোগীর আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গত শুক্রবার রাতে নতুন করে আরো ১৫ জন করোনা আক্রান্ত হওয়ায় এ নিয়ে শনাক্তের সংখ্যা ১ হাজার ৮ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর কবির। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ জন হলেও ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৫৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন এবং মারা গেছেন ২০ জন।
রাজশাহীতে ৪৩ জন শনাক্ত
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর দু’টি ল্যাবে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শুক্রবার দু’টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট হয়। এদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ৩০ জন। রামেক হাসপাতালের ল্যাবে শনাক্ত হয়েছেন ১৩ জন। দু’টি ল্যাবে রাজশাহীর নতুন ১৯ জন শনাক্ত হওয়ায় এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন মোট চার হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৪ হাজার ১০৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪৩ জন।
চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৬০
চট্টগ্রাম ব্যুরো জানায়, গত এক দিনে চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ জন। এরমধ্যে নগরে ৪৩ জন এবং উপজেলায় ১৭ জন। একই সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যাননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। গতকাল শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের নিয়মিত বুলেটিনে এমন তথ্য প্রকাশ করেছে।

 


আরো সংবাদ



premium cement