০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান

বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান - ছবি : সংগৃহীত

রাশিয়ার অসরকারি সেনা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, বাখমুত ছেড়ে পালিয়েছে রুশ সেনা।

বাখমুতে ওয়াগনার বাহিনী অভিযানের নেতৃত্ব দিচ্ছে। প্রিগোজিন জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের একটা প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে।

প্রিগোজিনকে পুটিনের শেফ বলা হয়, কারণ, তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চাইতে চেঁচামিচি বেশি করছে।

রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালালো তারও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেছেন, 'রাশিয়ার কম্যান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এই সব ক্রিমিনাল নির্দেশের জন্যই সেনা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে তা হয় না।'

বাখমুত অধিকারের জন্য ভাগনারের উপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে। গত কয়েক মাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ওয়াগনার জানিয়েছিল, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেয়ার কথা জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement