০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ার দফায় দফায় হামলা, ইউক্রেনজুড়ে লোডশেডিং

রাশিয়ার দফায় দফায় হামলা, ইউক্রেনজুড়ে লোডশেডিং - ছবি : সংগৃহীত

রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া এসব হামলায় নিহত হয়েছে পাঁচজন। রুশ হামলায় বিশেষ করে কিয়েভ ও খারকিভ অঞ্চলে ক্ষতি হয়েছে বেশি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার রাতে তার দৈনন্দিন ভিডিওবার্তায় বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে আমাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। ফলে খারকিভ ও কিয়েভ অঞ্চল সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে।'

হামলার ফলে ইউক্রেনের 'বেশির ভাগ অঞ্চলে' জরুরি লোডশেডিংয়ের আওতায় পড়ে বলে ফেসবুক পোস্টে জ্বালানিমন্ত্রী জার্মান গ্যালুশচেনকো বলেন। তিনি বলেন, শত্রুরা আজ দেশের জ্বালানি উৎপাদন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তারা খারকিভ, লভিব, ইভানো-ফ্রানকিভস্ক, জাপোরিঝিয়া, ভিনিটসিয়া ও কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে।

আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement