০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের লভিভে ধোঁয়া দেখা যাচ্ছে। - ছবি : ভয়েস অফ আমেরিকা

কিয়েভের রাজধানীসহ ১০টি অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া মঙ্গলবার ইউক্রেনের উপর বিমান হামলা শুরু করেছে। এদিকে ইউক্রেনীয়দের সবচেয়ে বড় যুদ্ধকালীন সাফল্যের একটি ছিল গত সপ্তাহে দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করা, যা কিনা রাশিয়ার জন্য ছিল সামরিক অপমান।

বিমান হামলায় ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিম কেঁপে ওঠে। জ্বালানি শক্তির স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো, সেইসাথে কিয়েভের আবাসিক ভবনগুলোতেও হামলা হয়। এ হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

একটি ভিডিওতে, যা প্রেসিডেন্টের একজন সহকারী প্রকাশ করে, সেখানে কিয়েভের একটি পাঁচতলা বিল্ডিং, দৃশ্যত একটি আবাসিক কাঠামো, আগুনে জ্বলতে দেখা গেছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, তিনটি আবাসিক ভবনে আঘাত হেনেছে কিন্তু বিমান প্রতিরক্ষা ইউনিট অন্য ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করেছে।

একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা কিরিলো টাইমোশেঙ্কো পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ হিসেবে চিহ্নিত করেন এবং জনগণকে তাদের বিদ্যুতের ব্যবহার কমাতে এবং ‘সেখানে নিজেদের অবরুদ্ধ রাখার’ আহ্বান জানান। বিদ্যুৎ সরবরাহকারী ডিটেক কিয়েভে জরুরি ব্ল্যাকআউট ঘোষণা করেছে এবং কর্তৃপক্ষ অন্যত্রও অনুরূপ পদক্ষেপ নিয়েছে।

সারাদেশে বিমান হামলার সতর্কবার্তা বেজে ওঠে। ক্ষেপণাস্ত্র আক্রমণসহ প্রায় ১০০টি হামলা সংঘঠিত হয়। খেরসন থেকে রাশিয়ার পিছিয়ে আসার পর ইউক্রেনে কয়েক দিনের উচ্ছ্বাস এবং যুদ্ধের শুরুতে মস্কো বাহিনীর প্রায় ৯ মাসের দখল করা আঞ্চলিক রাজধানী ইউক্রেন দখল নেয়ার পর এই হামলা শুরু হয়।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা

সকল