০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ইউক্রেনের ডিটেনশন সেন্টার থেকে মুক্ত বাংলাদেশীরা, আটকে আছেন ভারতীয়রা

বামের ছবিতে মুক্তির পর রিয়াদ মালিক ও নূর মোহাম্মদ, ডানের ছবিটি তাদের ২ মার্চের ভিডিও বার্তা থেকে নেয়া - ছবি : সংগৃহীত

ইউক্রেনের ভেলিন শহরের ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন চার বাংলাদেশী। অভিযোগ উঠেছিল যে শিবিরটিতে আরো অনেকের সাথে বাংলাদেশীদেরও ‘মানবঢাল’ হিসেবে আটকে রাখা হয়েছে। তবে, ভারতীয়রা এখনো সেখানে আটকে আছেন।

ইউক্রেনের ভেলিনের ডিটেনশন সেন্টারে আটকে থাকা চার বাংলাদেশীর দু’জনকে শনিবার ছেড়ে দেয়া হয়েছে। তাদের নাম রিয়াদ মালিক ও নূর মোহাম্মদ। এর আগে গত বুধবার কাশেম আহমেদ ও উজ্জ্বল আলী মিয়া নামের অপর দু’বাংলাদেশী নাগরিককে ছেড়ে দেয়া হয়েছিল। তারা বর্তমানে পোল্যান্ডে রয়েছেন। ফলে শিবিরটিতে আর কোনো বাংলাদেশী আটকে নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সরকারের একটি সূত্র।

ইউক্রেনের ডিটেনশন সেন্টারে এ চার বাংলাদেশীর আটকে থাকার কথা গত ২ মার্চ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়। আটকে পড়া অভিবাসীরা জানান যে তাদেরকে ‘মানবঢাল' হিসেবে ব্যবহার করতে সহস্রাধিক ইউক্রেনীয় সেনার সাথে একই শিবিরে শতাধিক বিভিন্ন দেশের অভিবাসীর সাথে রাখা হয়েছে। এরপর নানা পর্যায় থেকে তাদের মুক্ত করতে উদ্যোগ শুরু হয় বলে জানিয়েছেন ইউক্রেনে বাংলাদেশ অনরারি কনস্যুলেটের উপদেষ্টা মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘বিভিন্ন দিক থেকে চাপ আসার কারণে আমরা দ্রুত এ বাংলাদেশী অভিবাসীদের শিবিরটি থেকে বের করে আনার চেষ্টা করি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাদের জন্য কিছু সঠিক তথ্য-প্রমাণ চায়। পেল্যান্ডের বাংলাদেশী দূতাবাস সেগুলো বিভিন্ন ধাপে তাদেরকে পাঠায়।'

‘জটিল' মুক্তির প্রক্রিয়া

তবে, রিয়াদ মালিক ও নূর মোহাম্মদকে মুক্ত করার বিষয়টি ‘জটিল' ছিল বলে উল্লেখ করেন আলম। ইউক্রেন কর্তৃপক্ষ ভেলিন শিবিরে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধিকে গিয়ে তাদেরকে নিয়ে আসতে নির্দেশনা দেয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন একজন ইউক্রেনীয় নাগরিককে ‘পাওয়ার অব অ্যাটর্নি' দেয়া হয়। শনিবার সকালে ওই নাগরিক ভেলিনের শিবিরে গিয়ে রিয়াদ ও নূরকে মুক্ত করেন ও গাড়িতে করে পোল্যান্ডের সীমান্তের দিকে নিয়ে যান বলে জানিয়েছেন মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘যেহেতু ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস নেই এবং অনারারি কনস্যুলেটও অনেক দূরে, তাই দূতাবাসের কেউ বা আমার পক্ষে ওই ডেটিনেশন সেন্টার থেকে তাদের মুক্ত করে সীমান্তে পৌঁছে দেয়া সম্ভব ছিল না। আমার এক ইউক্রেনীয় বন্ধু তখন সহায়তা করতে এগিয়ে আসেন এবং সেন্টারে গিয়ে বাংলাদেশীদের মুক্ত করেন।'

ইউক্রেনের কিয়েভ থেকে এখনো পাঁচ থেকে ১০জন বাংলাদেশী নাগরিক পরিবারসহ পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বর্তমানে যুদ্ধকবলিত দেশটির লাভিভ শহরে অবস্থানরত মাহবুবুল আলম। এছাড়া দেশটিতে আরো কিছু বাংলাদেশী থাকলেও তারা এখন বের হতে চাচ্ছেন না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সরকারের এ উপদেষ্টা।

তিনি বলেন, ‘মারিউপোলে যুদ্ধের মধ্যে আটকেপড়া দু’বাংলাদেশী ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহায়তায় শহরটি থেকে বের হতে সক্ষম হয়েছেন। যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন কিংবা আমরা যাদের কথা জেনেছি তাদের সবাইকে সহায়তা করা হয়েছে। ইউক্রেনের কোনো ডিটেনশন সেন্টারে আর কোনো বাংলাদেশী আটকে নেই।'

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে দেড় হাজারের মতো বাংলাদেশী নাগরিক ইউরোপের দেশটিতে অবস্থান করছিলেন বলে ধারণা করা হয়। এর মধ্যে অন্তত আট শ’ থেকে এক হাজার বাংলাদেশী ইতোমধ্যে দেশটি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এখনো আটকে আছেন ভারতীয় নাগরিকরা

এদিকে, চার বাংলাদেশী মুক্তি পেলেও এখনো কয়েকজন ভারতীয় নাগরিক ভেলিনের ডিটেনশন সেন্টারে আটকে আছেন বলে জানা গেছে৷ তবে, তাদেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে ভারত সরকার।

ডিটেনশন সেন্টার থেকে ভারতীয় নাগরিক আরিফ হোসেন (ছদ্মনাম) টেলিফোনে বলেন, ‘দু’জন ভারতীয় আজকে ছাড়া পেয়েছেন, আরো তিনজন ২১ তারিখের মধ্যে ছাড়া পাবেন। আর আমিসহ বাকি আটজনের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'

আরিফ জানান যে শুরুর দিকে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তা না পেলেও নানাভাবে চেষ্টা করার পর এখন তারা নিয়মিত যোগাযোগ করতে পারছেন। তিনি বলেন, ‘আজকে রাষ্ট্রদূতের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের ছাড়া পেতে প্রয়োজনীয় সব কাগজপত্র আজকের মধ্যে পাঠাবে এবং আগামী সপ্তাহের মধ্যে আমরা মুক্ত হতে পারব বলে আশা করছি।'

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হলে মুসলিম বিশ্ব বসে থাকবে না : ড. মুহাম্মদ রেজাউল করিম ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য চুক্তিতে পৌঁছেছে ইইউ আটক করা রুশ সম্পদ আফগানিস্তানে তালেবান গাড়িবহরে বোমা হামলা, নিহত ৩ ইসরাইলকে চূড়ান্ত হুমকি বাইডেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাফায় ইসরাইলি অভিযান ঠেকাতে 'জরুরি পদক্ষেপ' নেয়ার আহ্বান কাতারের জাতিসঙ্ঘে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বাড়ছে অবিশ্বাস্য প্রত্যাবর্তন; চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হায়দরাবাদের কাছে অসহায় আত্মসমর্পণ লখনৌর ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন কানাডাকে হুঁশিয়ারি ভারতের

সকল