০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ - ছবি : সংগৃহীত

সমগ্র পশ্চিম ইউরোপে করোনা ভ্যাকসিনবিরোধী র‌্যালি হয়েছে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালিতে অনুষ্ঠিত ওই র‌্যালিতে অংশ নেয়া ব্যক্তিরা করোনার টিকা নেয়ার প্রয়োজনীয়তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। ফ্রান্স সরকার ভ্যাকসিন না নেয়াদের বিভিন্ন অধিকারের ওপর বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা করেছে। এ কারণে ভ্যাকসিন গ্রহণ না করা এক লাখের বেশি ব্যক্তি দেশটিতে বিক্ষোভ করেছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভকারীরা প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলেন যাতে লেখা ছিল, সত্য ও স্বাধীনতা। এছাড়া অনেক প্ল্যাকার্ডে লেখা ছিল ভ্যাকসিন পাশের বিরুদ্ধে না বলুন।

শুক্রবার ফ্রান্সে একদিনে করোনা আক্রন্তর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল পাশ হয়েছে যাতে বলা হয়েছে, বাইরে খেতে যাওয়া, ভ্রমণ, আন্তঃনগর ট্রেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে হলে পূর্ণাঙ্গ ভ্যাকসিন নেয়ার প্রমাণপত্র দেখাতে হবে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন যে তিনি এমন ব্যবস্থা গ্রহণ করবেন যে যারা ভ্যাকসিন নেননি তারাও এটা গ্রহণ করতে বাধ্য হবেন।

এরপরেই বিক্ষোভ করতে শুরু করেন ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিরা। এ ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি ব্যক্তি অংশ নেন। প্রবল শীত ও বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশ নেয়া ব্যক্তিদের অনেকেই মাস্ক পরেননি।

এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ৪০ হাজার মানুষ ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে অংশ নেন। ইউরোপের এ দেশটিতে আগামী মাস থেকে ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এ কারণে অসংখ্য ভ্যাকসিনবিরোধী ব্যক্তি বিক্ষোভ শুরু করেন। অস্ট্রিয়ার পুলিশ বলেছে, এ ভ্যাকসিনবিরোধী বিক্ষোভটি ছিল অনেকটাই শান্তিপূর্ণ।

শনিবার জার্মানিতেও ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ হয়েছে। জার্মানির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হলেও সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে হামবুর্গ শহরে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৬ হাজার বিক্ষোভকারী হামবুর্গ শহরের ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এদিকে জার্মানিতেও ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এমনকি পাঁচ থেকে ১১ বছরের শিশুদেরও ভ্যাকসিন নেয়ার কথা বলা হচ্ছে।

এছাড়া ইতালির তুরিন শহরে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ হয়েছে। ইতালিতে ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের জন্য ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে ভ্যাকসিনবিরোধী ব্যক্তিরা এ বিক্ষোভ করেন।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল