২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাইপ্রাস সমাধানে এখনো সাদৃশ্যমূলক কোনো ভিত্তি নেই : গুতেরেস

সাইপ্রাস সমস্যা সমাধানে জেনেভায় আলোচনা - ছবি : এএফপি

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সাইপ্রাসে চলমান সংকট সমাধানের আলোচনা এগিয়ে নিতে 'এখনো সাধারণ সাদৃশ্যমূলক ভিত্তি নেই।' বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাইপ্রাস সমস্যার সমাধানে সাইপ্রাসে বিবাদমান দুই পক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে তিনদিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অবশ্য সাইপ্রাস বিষয় নিয়ে ভবিষ্যতে নতুন করে আবার আলোচনার আয়োজন করবেন বলে জানান গুতেরেস।

জাতিসঙ্ঘ প্রধান বলেন, 'সংলাপকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কিছু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।'

এর আগে গত মঙ্গলবার জেনেভায় সুইজারল্যান্ডের জেনেভায় সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত রিপাবলিক অব সাইপ্রাস ও তুর্কি সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত টার্কিশ রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের প্রতিনিধি দলের অংশ গ্রহণে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। এই আলোচনায় গ্রিস ও তুরস্কের প্রতিনিধি দলও অংশ গ্রহণ করে।

এর আগে ২০১৭ সালে দ্বীপ দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা থমকে যায়। ১৯৭৪ সাল থেকে বিবাদমান দুই পক্ষের মধ্যে সাইপ্রাস বিভক্ত হয়ে আছে।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement