২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনাকে তাচ্ছিল্য করে করুণ পরিণতি সেলিব্রিটির

করোনাকে তাচ্ছিল্য করে করুণ পরিণতি সেলিব্রিটির - ছবি : সংগৃহীত

লাখ লাখ তরুণের কাছে তিনি আইকন, তিনি ৩৩ বছরের ফিটনেস এনথুজিয়াস্ট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিমিত্রি স্তুজুখ৷ যিনি বলেছিলেন, করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই তিনিই মারা গেলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে৷ করোনা সংক্রমণের প্রভাবে তার হৃৎপিন্ডে বৈকল্য তৈরি হয়৷

তার সাবেক স্ত্রী সোফিয়া স্তুজুক এই দুসংবাদ দিয়েছেন৷ একবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফের একবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ তার পরিস্থিতি খুব খারাপ ছিল৷

সোফিয়া জানিয়েছেন , কার্ডিও ভ্যাসকুলার সিস্টেমে বড়সড় অসুবিধা তৈরি হয়েছিল৷ তার হৃৎপিন্ড কাজ করছিল না৷ কারোরই কিছু করার ছিল না৷

তিনি এক দিন ঘুম থেকে উঠে টের পান গলায় অস্বস্তি রয়েছে, পাশাপাশি শ্বাসের কষ্ট রয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন এই কথা৷ নিজের স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন তিনি৷

তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ১১ লাখ৷ তিনি প্রথমে করোনা আছে বলেই মানতে চাননি৷ তিনি অসুস্থ হওয়ার পর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন , “I also thought that there was no Covid… Until I got sick”. “COVID-19 DISEASE IS NOT EPHEME (short-lived)! And heavy,” আমি মনে করেছিলাম কোনো কোভিড নেই৷ যতক্ষণ অবধি না আমি অসুস্থ হচ্ছিলাম৷

সূত্র : নিউজ ১৮


আরো সংবাদ



premium cement