০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ায় করোনার বড় ধরনের উত্থান, মস্কোতে আতঙ্ক

- ছবি : সংগৃহীত

মস্কোয় কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে দ্রুত হারে। হাসপাতালগুলোতে রোগী আসছে ক্রমাগত। মস্কো শহরের ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা বলেছেন, সেখানে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা যেভাবে দ্রুত হারে বাড়ছে, তাতে রোগীদের সেবা দিতে মস্কোর হাসপাতালগুলো ও অ্যাম্বুলেন্স সেবাকে হিমশিম খেতে হচ্ছে।

রাশিয়ায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের ভাইরাস শনাক্ত হওয়ার পর মস্কোর ডেপুটি মেয়র আনাস্তাসিয়া রাকোভা এই হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৮৬ থেকে এক লাফে প্রায় ১২ হাজারে পৌঁছেছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন এই হার আরো অনেক বেশি বাড়বে। শনাক্ত রোগীর বেশিরভাগই মস্কো শহরে,যা রাশিয়ায় এই ভাইরাস প্রাদুর্ভাবের এপিসেন্টার হয়ে উঠেছে।

ডেপুটি মেয়র বলেছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এবং নতুন রোগীদের প্রত্যেকের নিউমোনিয়ার উপসর্গ দেখা যাচ্ছে। হাসপাতালগুলো রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।

মার্চের শেষ থেকে মস্কোয় লকডাউন চলছে। বিবিসি।


আরো সংবাদ



premium cement