২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রেহান রাসূলে মুগ্ধতা বাড়ছে শ্রোতাদের

রেহান রাসূলে মুগ্ধতা বাড়ছে শ্রোতাদের -

আমাদের সঙ্গীতাঙ্গনে আরো একটি সিগনেচার ভয়েজের সৃষ্টি হয়েছে। নাম তার রেহান রাসূল। তার গান শুনলে খুব সহজেই আলাদা করা যায় তার কণ্ঠটি। মৌলিক গান গেয়েই রেহান রাসূল হয়ে উঠেছেন গানে এ প্রজন্মের এক বিস্ময়কর বালক। মৌলিক গানে তার শুরুটা ছিল তার নিজের লেখা ও সুর করা গান ‘বলো বীর’। পরের গান ‘বাজে স্বভাব’-এর জন্য অভূতপূর্ব সাড়া পান রেহান রাসূল। শুধু দেশেই নয় দেশের বাইরেও তার গাওয়া এই গান শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। আর ক’দিনের মধ্যেই পাঁচ কোটি ভিউ হতে যাওয়া এই এক গানেই বাজিমাত করে দিয়েছিলেন। তার গানের কথা ও সুর রেহান রাসূলের। মিউজিক করেছিলেন পৃথ্বীরাজ। ২০১৮ সালের ১৫ জুন ইউটিউবে প্রকাশিত এই গান দিয়েই সঙ্গীতাঙ্গনসহ গানপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে পরিচিত হয়ে উঠেন তিনি। এর পর নিজের সুরের বাইরে ‘ভালো থাকবো’ নামে একটি নাটকের গান করেন। সোমেশ^র অলির লেখা এই গানটির সুর করেছিলেন সাজিদ সরকার। এর পর যত গান তিনি করেছেন তার ৭৫ ভাগই নাটকের গান। সাম্প্রতিক সময়ে যে গান গেয়ে তুমুল আলোচনায় রেহান রাসূল সেটি হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের ওটিটিতে প্রকাশিত ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র ‘রূপকথার জগতে’ গানটি। সোমেশ^র অলি’র লেখা এই বহুল শ্রোতাপ্রিয় গানটি সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার। এতে রেহানের সহশিল্পী অবন্তী সিঁথি। এই গানটি চার কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার ‘গভীরে’ গানটির জন্যও বেশ সাড়া পেয়েছেন তিনি। এতে তার সহশিল্পী প্রিয়াঙ্কা গোপ। গানটি লিখেছেন জাহিদ আকবর, সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার। সময় যত যাবে হয়তো আরো সুন্দর সুন্দর গান রেহান রাসূলের কণ্ঠে প্রকাশ পাবে। একদিন গানকে ঘিরে তার স্বপ্নও পূরণ হয়ে যাবে। তাহলে কী সেই স্বপ্ন? রেহান রাসূল বলেন, ‘ছোটবেলা থেকে গানকে ঘিরে স্বপ্ন আমার একটাই। স্টেজ শোতে গিয়ে হাজার হাজার দর্শক শ্রোতাদের মধ্যে যখন আমি গান গাইতে শুরু করবো, তখন আমার গান শ্রোতা দর্শকরা গাইবে, আমার আর গাইতে হবে না।’


আরো সংবাদ



premium cement