২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সুস্থ হয়ে উঠছেন রবিউল শিকদার...

-

রবিউল শিকদার, একজন মেধাবী নাট্যনির্দেশক। এই সময়ে এসে নাটক নির্মাণের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও তিনি বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। বছরের শুরুর দিকে তিনি শিল্পী সরকার অপু, সজল ও ভাবনাকে নিয়ে ‘আঁচল’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। নাটকটির গল্প রচনা করেছেন মাতিয়া বানু শুকু। নাটকটির মূল গল্প হলো- মায়ের আঁচল দিয়ে সংসার ও সন্তানকে আগলে রাখার এক সাংসারিক টানাপড়েনের গল্প। নাটকটি শিগগিরই বৈশাখী টিভিতে প্রচার হবে। এই নাটকের শুটিং শেষে রবিউল শিকদার তার পায়ের একটি অপারেশন করান। রাজধানীর উত্তরার বাসিন্দা তিনি। কিছু দিন আগে বাসায় ফ্যান লাগাতে গিয়ে পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান। এই সমস্যা নিয়েই তিনি বেশ কিছু কাজও করেন। কিন্তু একটু একটু করে পায়ের সমস্যা বাড়তেই থাকে। যে কারণে এক সময় পায়ে অপারেশন করাতে বাধ্য হন। এখন তিনি নিজ বাসাতেই আছেন। রবিউল শিকদার বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার পায়ের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। আমার বাবা অপারেশনের দিন ঢাকায় ছিলেন। আর মা তো নেই আমার। তাই আমার মেয়ে ফাতেমার মধ্যেই আমার মাকে খুঁজে পাই। আমার জন্য, আমার স্ত্রী-সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই। আর আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরব। বাকিটা আল্লাহ ভরসা।’


আরো সংবাদ



premium cement