০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নতুন ছয় মৌলিক গান নিয়ে : মিমি আলাউদ্দীন

নতুন ছয় মৌলিক গান নিয়ে : মিমি আলাউদ্দীন -

বাংলাদেশের প্রখ্যাত সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দীন নতুন ছয়টি মৌলিক গান নিয়ে শিগগিরই শ্রোতা দর্শককে উপহার দিতে যাচ্ছেন। ছয়টি গানের মধ্যে দু’টি গানের কথা লিখেছেন শহীদ মুহাম্মদ জঙ্গী, সুর করেছেন নকীব খান। দু’টি গানের কথা লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন মুহিন খান ও উজ্জ্বল সিনহা, আবার আরো দু’টি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও অধরা জাহান এবং এই দুই গীতিকবির গানের সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। বর্তমানে মিমি এই নতুন ছয়টি মৌলিক গানের কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। গানগুলোর সঙ্গীতায়োজনের কাজ শেষ করা, মিউজিক ভিডিও করা নিয়ে তাকে বেশ ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে। আবার মিমি জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘কলের গাড়ি তাড়াতাড়ি চালাও রসিক ড্রাইভার’ গানটি নতুন করে গাইতে যাচ্ছেন মিমি। গানটি লেখা মনিরুজ্জামান মনিরের, সুর আলাউদ্দীন আলীর। মিমি জানান, নতুন করে গানটির সঙ্গীতায়োজন করছেন মানাম আহমেদ। গানটি নিয়েও ভীষণ উচ্ছ্বসিত মিমি। কারণ প্রথমবার তিনি রুনা লায়লার কোনো গান কাভার করতে যাচ্ছেন। রুনা লায়লার গান করার জন্য শিল্পীদের একটু সাহসেরও প্রয়োজন হয়। মিমি অনেক দেরিতে হলেও এই সাহসটি করেছেন। এ দিকে মিমির আজ জন্মদিন। জন্মদিনে তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। সাথে থাকবেন তার মেয়ে। তার মেয়ের মায়ের জন্মদিনকে ঘিরে পরিকল্পনা রয়েছে বলে জানান মিমি। নতুন নতুন গান, রুনা লায়লার গান ও জন্মদিন প্রসঙ্গে মিমি বলেন, ‘নতুন ছয়টি মৌলিক গান করছি। ছয়টি গানের বাণী ও সুর এক কথায় অসাধারণ। যেহেতু আমি আলাউদ্দীন আলীর সহধর্মিণী। তাই আমাকে একটু বুঝেশুনেই গান নির্বাচন করতে হচ্ছে। নকীব ভাইয়ের সুর করা গান আশা করছি এ মাসের শেষেই প্রকাশ পাবে। তবে আমি খুব বেশি উচ্ছ্বসিত শ্রদ্ধেয় রুনা লায়লা আপার গাওয়া গানটি নিয়ে। এ গানটি সবার প্রিয় আলাউদ্দীন আলীর সুর করা গান। তাই গানটি গাইবার সাহস করেছি। গানটির জন্য আমি অনেক চর্চা করে প্রস্তুতি নিয়েছি। রুনা আপার গান গাওয়া তো আসলে সহজ কোনো বিষয় নয়, তার গান গাইতে পারা আমার কাছে মনে হয় শিল্পীদের কাছে আশীর্বাদ স্বরূপ। জন্মদিনে কোনো আয়োজন নেই। এবারই প্রথম মা ছাড়া জন্মদিনের সময় কাটবে। আসলে বাবা নেই, মা নেই, স্বামী নেই- এ সব নিয়ে যখন ভাবি খুব মন খারাপ হয়। তবুও দোয়া চাই সবার কাছে।’ এ দিকে মিমি জানান, শিগগিরই মিতালী মুখার্জির গাওয়া ‘এই দুনিয়া এখন তো আর’ গানটির কাভার মিমির কণ্ঠে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সকল