২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নতুন নতুন সিনেমা, ওয়েব ফিল্ম ও মঞ্চ নাটকে সুইটি

নতুন নতুন সিনেমা, ওয়েব ফিল্ম ও মঞ্চ নাটকে সুইটি -

তানভীন সুইটি, অভিনয়ের সঙ্গে আওয়ামী রাজনীতির সাথেও সম্পৃক্ত তিনি। গেলো ১৫ আগস্ট শোক দিবসে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে, পরবর্তীতে পদ্মা সেতুতে এবং তারপর আবারো ৩২ নম্বরে শোক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এদিকে তানভীন সুইটি এরই মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট সন্তান শেখ রাসেলকে নিয়ে নির্মিত ‘রাসেলের জন্য অপেক্ষা’তে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন নূর এ আলম। এই সিনেমায় সুইটি অভিনয় করেছেন রাসেলের শিক্ষিকার চরিত্রে। আবার একটি ওটিটি প্লাটফর্মের জন্য তানভীর সুইটি অনম বিশ^াসের পরিচালনায় ‘দুই দিনের দুনিয়া’ নামক একটি ওয়েব ফিল্মেও কাজ শেষ করেছেন। রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন,‘ এটি মূলত শ্রদ্ধেয় সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের ভাই। সেলিনা হোসেনের উপন্যাস রাসেলের জন্য অপেক্ষার মূল গল্প হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে। শেখ রাসেল ছিল রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। একসময় বাদাম বিক্রেতা দুলালের সঙ্গে তার খুব ভাব হয়। একদিন রাসেল হারিয়ে যায়। এই গল্প রাসেলের সাথে দুলালের নিঃস্বার্থ বন্ধুত্বের। এই গল্প বন্ধুর জন্য বন্ধুর অপেক্ষার। এই গল্পে আমি রাসেলে শিক্ষকের চরিত্রে অভিনয় করেনছি। শুটিং করতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সত্যি বলতে কি আমাদের জাতির পিতাকে ঘিরে নানান ধরনের গল্পে সিনেমা নির্মিত হচ্ছে। কিন্তু রাসেলের জন্য অপেক্ষা সিনেমাটি ভীষণ আবেগময়। আমার কাজ করে খুব ভালো লেগেছে।’ সুইটি জানান, অনম বিশ^াসের ‘দুই দিনের দুনিয়া’তে কাজ করেও ভালো লেগেছে সুইটির। এছাড়া শিগগিরই তিনি শাহীন-জাফরুল পরিচালিত ‘মাইক’ সিনেমার ডাবিং-এ অংশ নিবেন সুইটি। মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন সুইটি। এরই মধ্যে তিনি রামেন্দু মজুমদারের নির্দেশনায় ‘পোহালে শর্বরী’ নাটকের মঞ্চায়নে অভিনয় করেছেন সুইটি। এই নাটকে অভিনয় করেও ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। তিনি জানান, আগামী মাসেও এই নাটকের মঞ্চায়ন হবে। কিছুদিন আগে তিনি ময়ূক বারীর নির্দেশনায় ‘সাথী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বাংলাভিশনে প্রচার চলতি ধারাবাহিক নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’তেও অভিনয় করছেন তিনি।


আরো সংবাদ



premium cement
পাংশায় সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু কক্সবাজারে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত দিনাজপুরে পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১

সকল