২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শ্লিঙ্গেল উৎসবে সেরা ‘রিকশা গার্ল’

-

জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো শনিবার। এ দিন উৎসব সেরা ছবির পুরস্কার (এসএলএম টপ অ্যাওয়ার্ড) জিতে নেয় অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। ৯ অক্টোবর থেকে শুরু হওয়া ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় ছিল ৭৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ১১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার মধ্য থেকে উৎসব সেরা পুরস্কার জিতে নেয় বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমাটি। এ ছাড়া উৎসবে বেলজিয়ামের ছবি ‘স্পেসবয়’ এর জন্য সাড়ে ১২ হাজার ইউরো জিতে নেয় পরিচালক অলিভার প্যারক্স। শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি প্রতি বছর শিশু-কিশোরদের জন্য নির্মিত চলচ্চিত্র থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে।

 


আরো সংবাদ



premium cement