২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সিনেমার নতুন জুটি সাদী-অনামিকা

-

নব্বই দশকের শুরুতে ঢাকাই সিনেমায় নতুন জুটি হিসেবে সিনেমাতে অভিনয় করেই এই দেশের সিনেমাপ্রেমী দর্শকের বিশেষত তরুণ-তরণীদের মনে ঝড় তুলেছিলেন এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার নাইম-শাবনাজ জুটি। তাদের অনুসরণ করেই পরে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান-মৌসুমী’ জুটির অভিষেক ঘটে। নব্বই দশকের সিনেমার সেরা জুটি নাইম-শাবনাজ ও সালমান-মৌসুমীর পর আর নতুন কোনো জুটির সেরকম উত্থান ঘটেনি। তারপরও অনেকেই নতুন নায়ক নায়িকাকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন। যেমন পরে বাপ্পী-মাহিয়া মাহি জুটিরও নতুন হিসেবে অভিষেক হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমা শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমার মধ্য দিয়ে। সেই ধারাবাহিকতায় আবু তাওহীদ কিরণের রচনায় ও পরিচালনায় ‘সংশয়ী’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় নতুন আরো এক সম্ভাবনাময় জুটির অভিষেক হতে যাচ্ছে। সঙ্গীতশিল্পী শেখ সাদী ও নবাগত অভিনেত্রী অনামিকার ‘সংশয়ী’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে। অনামিকা এর আগে মাবরুর রশীদ বান্নার নির্দেশনায় ওয়েব সিরিজে ‘সি ফর কোচিং’-এ শুধু অভিনয় করেছিলেন। সিনেমায় এবারই প্রথম। অন্য দিকে শেখ সাদী বাংলাদেশের তরুণ-তরুণীদের প্রিয় একজন সঙ্গীতশিল্পী। এর আগেও অনেক নাটকে এবং সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু কিরণের সিনেমার গল্প এবং তার চরিত্র শেখ সাদীর ভালোলাগায় সিনেমাতে কাজ করতে যাচ্ছেন। আগামী ১৮ জুন থেকে এই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন সাদী-অনামিকা। ‘সংশয়ী’ সিনেমাটি একটি টিনএজ লাভ স্টোরি। এতে সাদী অভিনয় করবেন অনি চরিত্রে এবং অনামিকা অভিনয় করবেন দিবা চরিত্রে। প্রথমবার সিনেমাতে অভিনয় প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘এর আগে আমি নিজের মিউজিক ভিডিওগুলোতেই যতটুকু অভিনয় করার, করেছি। সিনেমাতে অভিনয়ের জন্য নাম লেখানোর সাথে সাথে নিজের কাঁধেই অনেক দায়িত্ব চলে এসেছে। ভালোভাবে অভিনয়টা করতে হবে, সেই চাপটা ভীষণ রকম অনুভব করছি। আমি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করব।’ অনামিকা বলেন,‘ আমার সিনেমার পরিচালক কিরণ ভাই-ই মূলত আমাকে খোঁজে বের করেন। তিনি একদিন হঠাৎ আমাকে ফোন করে সংশয়ী সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। আমি তার কাছে গল্পটা শুনি। আমার চরিত্র সম্পর্কেই জানার চেষ্টা করি। সিনেমার নায়ক সম্পর্কেও জানলাম। সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমায় কাজ করা যেতে পারে। তাই কাজ করার জন্য সম্মতি জ্ঞাপন করি। যদিও কিছুটা নার্ভাস, তারপরও এখন অভিনয়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। আশা করছি ভালো হবে ইনশাআল্লাহ।’

 


আরো সংবাদ



premium cement
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত দশমিনা ট্রাকচালককের হত্যা করে রড ছিনতাই : ২ দিনের রিমান্ডে শিক্ষক দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’ করা নিয়ে বিতর্ক

সকল