২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গলাটা সায় দিচ্ছে না তাই নতুন গান নেই : ফেরদৌসী রহমান

-

স্বাধীনতা পদকপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ফেরদৌসী রহমান দীর্ঘদিন দিন নতুন কোনো গান গাইছেন না। কিন্তু তারপরও নতুন গান গাওয়ার ইচ্ছে হয় তার মাঝে মধ্যে। এ প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, ‘দীর্ঘদিন হলো নতুন কোনো গান গাওয়া হচ্ছে না। একজন শিল্পী হিসেবে আমারতো ইচ্ছে করেই নতুন গান গাইবার। শিল্পী মানুষের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে চান। যে কারণে শিল্পী নতুন নতুন গানও করতে চান। কিন্তু দীর্ঘদিন হলো আমার গলাটা সায় দিচ্ছে না নতুন গান গাইবার জন্য। যদি আবার কখনো গলার পরিস্থিতি স্বাভাবিক হয় তবে নিশ্চয়ই গান গাইব। একজন শিল্পী হিসেবে গান গাওয়ার আকাক্সক্ষা সারাজীবনই রয়ে যায়।’ ফেরদৌসী রহমান আগামী বছরের ২৮ জুন ৮০ বছর পূর্ণ করবেন। সিনেমাতে তিনি প্রথম প্লে-ব্যাক করেন ‘আসিয়া’ সিনেমায় আব্দুল আহাদ ও সমর দাসের সঙ্গীতায়োজনে ‘ও মোর কালারে কালা’ গানটি। এটি একটি সংগৃহীত গান। তবে প্রথম শ্রোতা-দর্শকরা তার কণ্ঠে গান শুনেন সিনেমাতে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার গান। গানটি লেখা ছিল ও সুর করা ছিল খান আতাউর রহমানের। ফেরদৌসী রহমানের কণ্ঠে সিনেমাতে প্রথম জনপ্রিয়তা পাওয়া গান ছিল মুস্তাফিজ পরিচালিত শবনম অভিনীত সিনেমা ‘হারানো দিন’ সিনেমার আজিজুর রহমানের লেখা ও রবিন ঘোষের সুরে ‘আমি রূপ নগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’ গানটি। এই গানটি এখনো দেশের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে নৃত্যশিল্পীরা ব্যবহার করে থাকেন। ফেরদৌসী রহমান প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন রবিন ঘোষের সাথে ‘রাজধানীর বুকে’ সিনেমার। ‘মেঘের অনেক রং’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বিতীয় আসরেই শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমান সময়ে যারা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক করেন তাদের প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, ‘এখন যারা সিনেমার গান করছেন তারা ভালো সুর সৃষ্টি করার চেষ্টা করছেন, ভালো সঙ্গীতায়োজন করার চেষ্টা করছেন।


আরো সংবাদ



premium cement
তাপদাহে শুকিয়ে মরছে সবজির চারা জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী

সকল