০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অপর্ণা ফিরছেন ‘অচিরা’ হয়ে

-

টিভি নাটকের প্রিয়মুখ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী অপর্ণাকে অনেক নাট্যপরিচালকই সাহিত্যনির্ভর গল্পের নায়িকা হিসেবে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ তার চেহারায়া সাহিত্যের, গল্পের সমাদৃত নায়িকাদের বর্ণনার সেই চিরায়ত রূপটিই ফুটে উঠে। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষ কথা’র নায়িকা ‘অচিরা’। সেই নায়িকা ‘অচিরা’ নামটিই নিয়ে এবার নাটক নির্মিত হচ্ছে। তবে ‘শেষ কথা’ গল্পের ছায়া অবলম্বনে এই ‘অচিরা’ নাটকের গল্প নয়, বর্তমান প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘অচিরা’ নাটকটি রচনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। যথারীতি নাটকটি নির্মাণও করেছেন তিনি।
গত দুই দিন রাজধানীর কলাবাগানসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান অপর্ণা। এর আগেও নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় অপর্ণা অনেক সাহিত্যনির্ভর গল্পের নাটকে অভিনয় করেছেন।
এই নাটকে অপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, ‘অচিরা’ গ্রাম থেকে শহরে আসে। শহরে এসে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে দু’জনের মধ্যে বিয়ে পর্যন্তও চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বিয়ের আগেই মেয়েটি তার মায়ের লেখা একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতেই অনেক অজানা কথা জানতে পারে ‘অচিরা’।
‘অচিরা’ নতুন এক পৃথিবীর মুখোমুখি হয়। এগিয়ে যায় গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘নাহিদ আহমেদ পিয়াল ভাইয়ের নির্দেশনায় এর আগেও অনেক নাটকে কাজ করেছি।
যেহেতু তিনি নিজেই নাটক লিখেন এবং নিজে অভিনয়টা বেশ ভালো বুঝেন, সে কারণে তার নির্দেশনায় কাজ করতে গেলে অভিনয় নিয়ে শিল্পীদের খুব বেশি একটা ভাবতে হয় না। কারণ ক্যামেরার সামনে যাওয়ার আগেই তিনি বিষয়টা বেশ ভালোভাবেই বুঝিয়ে দেন, তাতে অভিনয়ও সহজ হয়ে উঠে। আর পিয়াল ভাই সবসময়ই সাহিত্যনির্ভর কাজই করে থাকেন। আমার সৌভাগ্য যে, তার নির্দেশনায় অনেকগুলো সাহিত্যনির্ভর কাজ করতে পেরেছি। ভীষণরকমের সহযোগিতা পাই সবসময়ই তার নির্দেশনায় কাজ করতে গেলে। আর সহশিল্পী হিসেবে এই নাটকে আমার সাথে ছিলেন রওনক ভাই। তিনিও সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। সাহিত্যনির্ভর গল্পে তাকেও বেশ কিছু নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছি আমি।’
নাটকটি শিগগরিই আরটিভিতে প্রচার হবে। এদিকে অপর্ণা অভিনীত রওনক হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’ এরই মধ্যে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এ ছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক হিরণ জামানের ‘টিপু সুলতান’-এ নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। হোসনে মোবারক রুমী পরিচালিত সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ রয়েছে মুক্তির অপেক্ষায়।


আরো সংবাদ



premium cement
কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা

সকল