২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘আব্বা’তে নাম ভূমিকায় সেলিম, সাথে ঊর্মিলা

-

আগামী ঈদে একযোগে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আব্বা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম। আর এবারই প্রথম শহীদুজ্জামান সেলিমকে নিয়ে নাটকটি নির্মাণ করেছে ছোট পর্দার তরুণ নাট্যনির্মাতা রুমান রুনি। নাটকটিতে সেলিমের মেয়ে জবা চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। গত ৪ ও ৫ জুলাই রাজধানীর আশেপাশেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আব্বা নাটকটির গল্প মূলত করোনা সংক্রান্ত। আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। নাটকে আমার চরিত্রের নাম কাদের। এই করোনার ভয়াবহতার মধ্যে অনেক রিস্ক নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই নাটকটির কাজ করেছি। মূল কথাÑ যতটা সতর্কতা অবলম্বন করা যায় নাটকটির ইউনিট তা করার চেষ্টা করেছে। আর রুমান রুনির নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। যেহেতু তার সাথে আমার প্রথম কাজ তাই তার সম্পর্কে বলাটা আমার জন্য কঠিনই। কিন্তু এটাও সত্য যে, কাজটি ভালো করার আন্তরিক চেষ্টা ছিল তার। দেখা যাক, প্রচারে এলে দর্শকের ভালোলাগলেই এই রিস্কের মধ্যে কাজ করাটা সার্থক হবে।’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। রুমান রুনি জানান, তিনটি চ্যানেলের সাথে নাটকটির প্রচারণা নিয়ে কথা হচ্ছে। যেকোনো একটি চ্যানেলে নাটকটির প্রচারণা চূড়ান্ত হবে শিগগিরই। এ দিকে আগামী বেশ কয়েকদিন শহীদুজ্জামান সেলিম মাহমুদ দিদার, মোস্তফা কামাল রাজ ও মাবরুর রশীদ বান্নাহর নাটকের কাজ করা নিয়ে ব্যস্ত থাকবেন। ‘আব্বা’ নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন।


আরো সংবাদ



premium cement