২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পোস্টার পর দেখা গেল ‘গণ্ডি’র এক ঝলক

-

‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘গণ্ডি’র ট্রেলার মুক্তি দেয়া হয়েছে। ‘গণ্ডি’র অফিসিয়াল ফেসবুক পেজ ও গড়াই ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ একযোগে ট্রেলারটি মুক্তি দেয়া হয়। তা ছাড়া একটি ভিডিওবার্তার মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ‘গণ্ডি’র অফিসিয়াল ফেসবুক পেজে জানান বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
সুবর্ণা মুস্তাফার বিপরীতে এই ছবির অন্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী। ট্রেলারে দেখা যায়, সব্যসাচী চক্রবর্তী খুব আক্ষেপ নিয়ে বলছেন, ‘এই বন্ধুত্ব, আড্ডা, গল্প... এগুলো কি শুধুই তোমাদের? আমাদের কি শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা?’ এই একটা কথায় বলে দেয় অবসরে থাকা মানুষগুলোর জীবন কতটা নিঃসঙ্গতায় ভরা। সময়ের আঁচড় বদলে দিয়েছে পারিবারিক কাঠামো আর এই মানুষগুলোকে করে দিয়েছে আরো বেশি নিঃসঙ্গ। এই জীবনে যদি একটা বন্ধু আসে, যার সাথে নিঃস্বার্থভাবে কিছুটা সময় কাটানো যায়, গল্প করা যায়, আড্ডা দেয়া যায়Ñ তাহলে খারাপ কী? কিন্তু এই সমাজ পরিবার কিভাবে নেবে এই বন্ধুত্ব? বন্ধুত্বের কি কোনো কাল, সময়, বয়স, গণ্ডি আছে? ঠিক এই প্রশ্নের প্রেক্ষাপট ধরে গণ্ডি ছাড়ানো বন্ধুত্বের গল্পই ‘গণ্ডি’। পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘অপেক্ষার পালা শেষ। সামনে মাসের ৭ তারিখ মুক্তি পাবে ‘গণ্ডি’।


আরো সংবাদ



premium cement
নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিচারকের আসনে জয় চৌধুরী হামাস ও ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আটক টিভিতে বিব্রতকর সাক্ষাৎকারের পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা

সকল