৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


এবার আলতারূপে শানু

-

যথারীতি আগামী একুশে বইমেলাতে আসছে নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানুর তিনটি বই। এরই মধ্যে দু’টি বই একটি উপন্যাস ‘লিপস্টিক’ ও একটি কবিতার বই ‘প্রিয়তম মেঘ’-এর লেখালেখির কাজ শেষ করেছেন তিনি। তবে কোনো প্রকাশনী থেকে বই দু’টি প্রকাশিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আবার শিশুদের জন্যও তিনি একটি বই লিখবেন। ছবিসহ গল্প বলার চেষ্টা করবেন শানু শিশুদের বইটিতে। ‘লিপস্টিক’ মূলত নারীদের জীবনের গল্প নিয়ে লেখা। অন্যদিকে ‘প্রেমময় মেঘ’ এ স্থান পেয়েছে প্রেম বিরহের কবিতা। এদিকে এরই মধ্যে ইরানি বিশ^াসের রচনা ও পরিচালনায় শানু একটি কমেডি ঘরানার নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ডিগ্রিধারী চান্দু মামা’। নাটকে শানু অভিনয় করেছেন আলতা বেগম চরিত্রে। শানু বলেন, ‘ডিগ্রিধারী চান্দু মামা একটি কমেডি ঘরানার নাটক। আমার চরিত্রটিও বেশ মজার। দর্শক নাটকটি দেখে বেশ আনন্দ পাবেন। তবে অরণ্য আনোয়ারের ফুল এইচডি ধারাবাহিক নাটকে আমি সিলেটি ভাষায় অভিনয় করছি। কোনো ধারাবাহিকে এবারই প্রথম আমি সিলেটি ভাষায় কথা বলছি। নাটকটিতে মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় আমি দারুণ উপভোগ করছি।’ ‘ডিগ্রিধারী চান্দু মামা’ নাটকটি আগামীকাল দুপুরের খবরের পর চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে শানু নিয়মিত ‘ফুল এইচডি’ ধারাবাহিক ছাড়াও অভিনয় করছেন সাগর জাহানের ‘সোনার খাঁচা’ ধারাবাহিকটিতে। এই ধারাবাহিকটিরও প্রচার শিগগিরই শেষ হবে। শানু অভিনীত একমাত্র সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’। এটি নির্মাণ করেছিলেন আবু আক্তারুল ইমাম। ২০১৭ সালের বইমেলায় শানুর প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশিত হয়। সে বছরই কবিতার বই লিখে তিনি ‘সিটি আনন্দ আলো’ সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ‘লাল এপিটাফ’, ‘অসময়ের চিরকুট’ ও ‘ত্রিভুজ’ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। গেল বইমেলায় ‘একলা আকাশ’ উপন্যাসের পাশাপাশি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইট্রেইন’ প্রকাশিত হয়। শানু বলেন, ‘আমার লেখালেখির অনুপ্রেরণা আমার বাবা। সব সময়ই আমার ইচ্ছে হতো বাবার মতো লিখতে। তবে ভাবতে পারিনি যে লেখালেখি করতে পারব। অবশেষে যখন লেখালেখি শুরু করেছি তখন বাবার পথ ধরেই অনেকদূর এগিয়ে যেতে চাই।’


আরো সংবাদ



premium cement