০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিজ্ঞাপনে জুটি হলেন শবনম এলিন

-

তৃতীয়বারের মতো বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন ও কৌতুকাভিনেতা এলিন। মেধাবী বিজ্ঞাপন নির্মাতা তারিকুল ইসলামের নির্দেশনায় জয় ডিটারজেন্ট পাউডার ও সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা দুইজন। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে এরইমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মডেল হিসেবে আরো ছিলেন সুহৃদ জাহাঙ্গীর, গোলাম মাওলা, নূসরাত লিয়াসহ আরো অনেকে। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে তারিকুল ইসলাম বলেন, ‘এর আগেও একই প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন শবনম আপা ও এলিন। আগের বিজ্ঞাপনটি দর্শক সমাদৃত হয়েছিল। তাই কোম্পানির প্রচারের স্বার্থে আবারো আমাকে নতুন একটি বিজ্ঞাপন নির্মাণের কথা বলায় তাদের দুইজনকে নিয়েই আবারো নতুন গল্পে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। এবারের বিজ্ঞাপনটি আরো বেশি সাড়া ফেলবে বলে আমি মনে করি।’ শবনম পারভীন বলেন, ‘এই নিয়ে তারিকুল ইসলামের নির্দেশনায় দ্বিতীয়বার বিজ্ঞাপনে আমার কাজ করা। তারিক বেশ গুছিয়ে পরিকল্পনা করেই কাজ করে। আমার বিশ^াস আগের বিজ্ঞাপনটির মতো এই বিজ্ঞাপনটিও বেশ সাড়া ফেলবে।’ জামালপুরের সন্তান শফিউল আলম তালুকদার এলিন রাগ বলেন, ‘ধন্যবাদ তারিক ভাইকে আমাকে আবারো বিজ্ঞাপনে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে।’ এলিনের ছোট দুই ভাই নিপু ও সপুও অভিনয়ে ব্যস্ত। নির্মাতা তারিকুল ইসলাম জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে প্রচারে আসবে। এদিকে শবনম পারভীন নির্দেশিত ও অভিনীত ‘হুরমতি’ সিনেমাটি শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে বলে জানান। শবনম পারভীন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দু’টি সিনেমা হচ্ছে ‘মায়াবিনী’ ও ‘দত্তা’। এরইমধ্যে তিনি শেষ করেছেন শ্রাবণ চক্রবর্তী দীপুর নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মের কাজ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার।

 


আরো সংবাদ



premium cement
‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম

সকল