১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সুষ্ঠুভাবে নির্বাচন করে ইসি নির্বাচন ব্যবস্থাকে রক্ষা করেছে : আ’লীগ

আমির হোসেন আমু - ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে নির্বাচন ব্যবস্থাকে রক্ষা করেছে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার নির্বাচন শেষে বিকাল ৫টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় বিএনপির নানা অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, সব নির্বাচন নিয়েই তারা এরকম অভিযোগ করে। কেন্দ্রে তাদের এজেন্ট ছিল এবং তাদের পক্ষে ভোটও পড়েছে। তবে বিএনপি বলেছিল তারা নাকি ভোট রক্ষা করবে। কিন্তু আজ তাদেরকে তেমনভাবে দেখা যায়নি। পরাজয় নিশ্চিত জেনে তারা আত্মগোপন করেছে।

নির্বাচনে ৩০ ভাগের মতো ভোট পড়তে পারে ধারণা করে তিনি বলেন, ভোটের তারিখ পরিবর্তন এবং ছুটি থাকায় অনেকে ঢাকার বাইরে চলে গেছেন। এছাড়া পরিবহন সমস্যার কারণে অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। সেজন্য ভোটার উপস্থিতি কম ছিল।

এ সময় নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া, আফজাল হোমেন, আবু আহমেদ মান্নাফী, হুমায়ুন কবির, শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
দেশে আরেকটি ডামি নির্বাচন হচ্ছে : রিজভী ‘আমার আর থাহার কোন জাগা নাইরে বাজান!’ তামিমের দ্বিতীয় ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তামিমের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত শুরু নাটোরে এক প্রার্থীর সমর্থককে মারপিট করায় অপর প্রার্থী গ্রেফতার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার কক্সবাজারে ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় : গয়েশ্বর চন্দ্র রায়

সকল