২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার - ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ড ওপেনার ব্যাটার কলিন মুনরো।

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন ২০২০ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামা মুনরো। এজন্য বিশ্বকাপের দল নিবার্চনের পরিকল্পনায় মুনরো আছেন বলে নিশ্চিত করেছিলেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। কিন্ত শেষ পর্যন্ত মুনরোকে ছাড়াই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড।

গত চার বছর ধরে নিয়মিতভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিলেও জাতীয় দলের হয়ে খেলার আশা ছাড়েননি মুনরো। কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন এ ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী মুনরো।
অবসর নিয়ে মুনরো বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের হয়ে খেলাটা সবসময়ই আমার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। এই জার্সি গায়ে জড়ানোর মতো গর্ব আর অন্য কিছুতে হতে পারে না এবং তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১২৩টি ম্যাচে খেলেছি। যা নিয়ে আমি অবিশ্বাস্য রকমের গর্বিত।’

তিনি আরো বলেন, ‘যদিও আমি অনেক আগেই জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার আশা, কখনোই ছাড়িনি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপসদের দল ঘোষণা পর, এখন এই অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়ার এটিই উপযুক্ত সময়।’

দেশের হয়ে ১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন মুনরো। টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক মুনরো।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল