২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শর্তসাপেক্ষে জবিতে পরীক্ষা ১০ আগস্ট

শর্তসাপেক্ষে জবিতে পরীক্ষা ১০ আগস্ট - ফাইল ছবি

দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় শর্তসাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষাগুলো সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে। ঈদের আগে অনলাইনে মিডটার্ম, রিভিউ ক্লাস নেয়া হবে। যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তাদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৭ জুনের মধ্যে অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে। তবে দেশে করোনায় আক্রান্ত পরিস্থিতির অবনতি হলে অথবা সরকারি অন্য কোনো নির্দেশনা থাকলে সশরীরে পরীক্ষার তারিখ সমন্বয় করে পরিবর্তন করা হতে পারে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর উপ-পরিচালক ও দফতর প্রধান মো: সাইফুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষাগুলো সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ডিনরা তাদের অনুষদভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানদের সাথে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে সমন্বয় করে পরীক্ষার রুটিনসহ পরীক্ষাসংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণ করবেন। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সাচিবিক ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবেন। প্রয়োজনে সকল ইনস্টিটিউট ও বিভাগের কোর্স শিক্ষকরা ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস সম্পন্ন করবেন। যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেননি তাদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৭ জুনের মধ্যে অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে। সকল সেমিস্টারের ফরম পূরণ আগামী ২৯ জুনের মধ্যে অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে হবে। কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট, গুগল ফর্ম, ভাইভা, এমসিকিউ, কুইজ, ইত্যাদি পদ্ধতিতে আগামী ১৮ জুলাইয়ের পূর্বে মিডটার্ম পরীক্ষা সম্পন্ন করবেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান বলেন, আসন্ন কুরবানির ঈদের আগে বিভাগগুলো তাদের মিডটার্ম ও রিভিউ ক্লাস নিবে। আগস্ট মাসে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে। বিভাগগুলো চাইলে ঈদের পূর্বে সশরীরে পরীক্ষা নিতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিভাগগুলো চাইলেও ঈদের আগে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একসাথেই হবে। এক্ষেত্রে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর ৭ থেকে ১০ দিন বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তবে মিড ও এসেসমেন্ট অনলাইনে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ঈদের পর ১০ আগস্ট থেকে শুরু হবে পরীক্ষা। এর আগে যাদের এখনো ক্লাস বা মিডটার্ম বাকি আছ তারা ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস বা মিডটার্ম সম্পন্ন করবে। দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় ঈদের পর সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিলো ভারত নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ

সকল