০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ঢাবি ভর্তি পরীক্ষা হবে সশরীরে, নম্বর বিভাজনে আসছে পরিবর্তন

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে সশরীরেই। পাশাপাশি নম্বর বিভাজনেও আনা হচ্ছে বড় পরিবর্তন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনলাইনে নাকি সরাসরি নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান বলেন, ‘ডিনস কমিটির সভায় রিটেন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাটি হবে ১০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি দুটোতে থাকবে টোয়েন্টি পার্সেন্ট। ৮০-এর মধ্যে দিতে হবে এমসিকিউ ৩০ এবং রিটেন ৫০।’

তিনি বলেন, ‘পরীক্ষা আসলে বিভাগে হবে না। বিভাগওয়াইজ সেন্ট্রালাইজড করা হবে। কোনো বিভাগে যদি ২০০ বা ১০০ পরীক্ষার্থী থাকে, সেটা নিয়ে আবার চিন্তা করতে হবে। শিক্ষার্থীদের ভোগান্তিকে রিডিউস করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তিচ্ছুদের পার্টিকুলারলি এমসিকিউ এবং ন্যারেটিভের ওপর গুরুত্ব দেয়া হবে।’

পরীক্ষার তারিখের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষার তারিখও ওই সময় ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে বিভাগীয় বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পরীক্ষার হল দেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার জনগণের পাশে দাঁড়ানোর কারণেই আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ ১০ মে’র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মালদ্বীপের রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২ সখীপুরে বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ, দুর্ভোগে শিক্ষার্থীরা মেসির ৫ এ্যাসিস্ট ও ১ গোলের সাথে সুয়ারেজের হ্যাটট্রিকে মিয়ামির বড় জয়

সকল